ইফতার মাহফিল অনুষ্ঠিত।

রবিবার ১৬ রমজান অনুষ্ঠিত হল লকসলি ইস্টেট কালচারাল অ্যাসোসিয়েশন এন্ড মস্ক (সালমান লেন মস্ক) এর পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল।
মাহফিল শুরু হয় হা, এবাদুর রহমান সাহেববের তিলাওয়াতের মাধ্যমে । উক্ত মাহফিলে মজজিদ কমিটির সভাপতি মাওলানা মুসলেহুদ্দীন সাহেবের সভাপতিত্বে ও জনাব যইনুল হক সাহেব, জনাব আজীজুর রহমান সাহেব ও মাহবুবুর রহমান (তপন) সাহেবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ মাওলানা হাবিবুর রহমান সাহেব।
বক্তব্য রাখেন জনাব নুরুদ্দীন সাহেব, জনাব তারেক সাহেব, জনাব মুকিত চৌধরী সাহেব,জনাব হাজী হাবিব সাহেব, জনাব আব্দুল বারী সাহেব, জনাব আব্দুলগফুর সাহেব, জনাব নাজীম সাহেব ও আলমগীর সাহেব সহ প্রমুখ। এছাড়া রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন ইমাম মাওলানা হা,নুরুল ইসলাম সাহেব ও মাওলানা আব্দুল হামিদ সাহেব। ইফতারের পুর্বে স্থানীয় কমিউনিটির সকল মুসলমানসহ বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন ইমাম ও খতিব মাওলানা আব্দুল হামিদ সাহেব।