ইকরা ইন্টারন্যাশনাল চ্যারিটির ভলেন্টিয়ার এ্যান্ড ইউলওয়েসারদের মধ্যে সার্টিফিকেট প্রদান অনুস্ঠিত।

গতকাল মংগবার, বৃটিশ বাংলাদেশীদের দ্বারা পরিচালিত চ্যারিটি সংস্হা “ইকরা ইনটারন্যাশনেল” এর উদ্যোগে পূর্ব লন্ডনের এক রেস্তোরাঁয় “ভলোন্টিয়ার এন্ড ওয়েলউইশার রিকগনিশন” এর আয়োজন করা হয়।
এতে মহিলা ভলোন্টিয়ার কর্তৃক বোট রেইসে অংশগ্রহণ এবং প্রায় বিশ হাজার পাউন্ড চ্যারিটি মানি সংগ্রহ, ছাড়াও বিভিন্ন সময়ে ইকরার ফান্ড রেইজ ও বিভিন্ন সেবা মুলক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য অন্যান্ন ভলোন্টিয়ার ও কমিউনিটি ব্যক্তি বর্গকেও সার্টিফিকেট ও অন্যান্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে ভুষিত করা হয়ে। হাসান মঈনউদ্দিন, মুগনী চৌধুরী( বিমানের সাবেক ইন্জিনিয়ার), ভলোন্টিয়ারদের মধ্যে হাবিবুর রহমান( একাউন্টেট), মাহবুবর রহমান শামীম (বিশিষ্ট ব্যবসায়ী), সায়েম আহমদ, শিল্পী মতিউর রহমান খালেদ, ইয়াং ভলোন্টিয়ার শামী আহমেদ প্রমুখ। প্রানবন্ত অনুষ্ঠান টি দোয়া ও হালকা ডিনারের মাধ্যমে সমাপ্ত করা হয়।