| | |

ইউকে ১২ থেকে ১৫ বৎসরের বয়সীদের জন্য ভ্যাকসিন অনুমোদন ।


মো: রেজাউল করিম মৃধা।

অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ইউকে রেগুলেটর বডি দি মেডিসিন এ্যান্ড হেল্থকেয়ার প্রটেক্ট রেগুলেটর অথরিটি (MHRA)ফাইজার বাইনোটেক এর ভ্যাকসিন ১২ থেকে ১৫ বয়সীদের জন্য অনুমোদন দিয়েছে।

দি ইন্ডিপেন্ডেন্ট কমিশন এন হিউম্যান ম্যাডিসিন (CHM)

ট্রাইলে প্রমানিত হয়েছে এই ভ্যাকসিন ইয়াংদের জন্য কার্যকর।

MHRA এর চীফ এক্সিকিউটিভ ড: জুন রাইনে বলেন’” আমরা আসস্ততার সাথে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন ১২ থেকে ১৫ বৎসরের বয়সীদের জন্য কার্যকর। এতে কোন স্বন্দেহের অবকাশ নেই। অনেকটা ফ্লু ভ্যাকসিনের মত তাই এই ভ্যাকসিন দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে,”।

জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন এ্যান্ড ইমুনেশন (JCVI)

ভ্যাকসিন অনুমোদন সম্পর্কে বলেন,” এই ভ্যাকসিন শিশুদের ইমুনিটি আরো বাড়াবে,”।রক্ষা পাবে করোনাভাইরাস মহামারি থেকে।


Similar Posts