ইউকের সাথে ফ্রান্সের বর্ডার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা।

মো: রেজাউল করিম মৃধা।
ইউকের করোনাভাইরস মহামারির ইনফেকশন শতকরা ৭০ পারসেন্ট বেড়ে যাওয়ায় ফ্রান্স সরকার ইউকের বর্ডার অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ ঘোষনা করেছে।
ফ্রান্সের মিনিস্টার ফর ইউরোপীয়ান এফিয়ার্স- ক্লোমেন্ট বেউন বলেন,”কভিড-১৯ বা করোনাভাইরস থেকে ফ্রান্সের জনগনকে রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাইনা নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হোক।করোনাভাইরস নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে,”।
তিনি আরো বলেন “ইউকে তে করোনার নতুন আক্রান্তের সংখ্যায় আমরা খুবই চিন্তিত। বর্ডারে যাতায়াতের ফলে ফ্রান্সে ও করোনার প্রভাব পরেছে।আক্রান্ত হচ্ছেন বহুজন। যে কোন ভাবেই হোক করোনা থেকে আমাদের দেশের জনগনকে রক্ষা করতে হবে। তাই পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত ইউকের সাথে ফ্রান্সের বর্ডার বন্ধ থাকবে,”।
অপর দিকে ফান্সের প্রধানমন্ত্রী “রাত ৮.০০ টা থেকে সকাল ৬.০০ টা পর্যন্ত কার্ফিউ ঘোষনা করা হয়েছে। আবার কোথাও কোথাও সন্ধ্যা ৬.০০ টা থেকে সকাল ৬.০০ টা পর্যন্ত কার্ফিউ বহাল থাকবে,”।
উল্লেখ্য গত ২২শে ডিসেম্বর ২০২০ দোভারের বর্ডারে লরি ড্রাইভারদের কভিড-১৯ ভয়ে এক বিশাল বিশৃংখলার সৃস্টি হয় যার ফলে হাজার হাজার লরি সারি বন্ধ ভাবে দাডিয়ে ছিলো অবশেষে ড্রাইভারদের কভিড-১৯ টেস্ট করার পর লরি যাতায়াত শুরু হয়।
খাদ্য বাহী লরি বা ট্রাক এবং বিশেষ জরুরি সরবরাহকারী ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধ আছে। তারপরও যাতায়াতের জন্য ৭২ ঘন্টার কম সময়ের মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট সাথে থাকতে হবে। করোনা নেগেটিভ সার্টিফিকেট সবার জন্য বাধ্যতামূলেক করা হয়েছে। “তথ্য মেট্রো থেকে”