| |

ইইউ নাগরিকরা ব্রিটেনে স্থায়ী হওয়ার আবেদনের সময় পাচ্ছেন আরো ৪ সপ্তাহ। এখনো চার লাখ আবেদন আবেদন নিস্পত্তির অপেক্ষায়।


মো: রেজাউল করিম মৃধা।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ব্রিটেনে বসবাসের জন্য ইউরোপ থেকে এসেছিলেন, তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সময়সীমা ধরে দেওয়া হয়েছিল ৩০ জুন পর্যন্ত।কিন্তু হোম অফিস এখন পর্যন্ত চার লাখ আবেদনের চুরান্ত সমাধান দিতে পারেন নি এ জন্য আরো চার সপ্তাহ বা ২৮ দিন সময় বাড়ানো হয়েছে।এ নির্দিষ্ট সময়ের মধ্যে চুরান্ত সিদ্ধান্ত দিতে হবে।

হোম অফিস থেকে বলা হয়, ৩০ জুনের মধ্যে যদি কেউ আবেদনের প্রমানপত্র দেখাতে ব্যর্থহন, তাদেরকে ২৮ দিনের নোটিশ দেয়া হবে। এই সময়ের পরে যদি কেউ আবেদন করেন তবে তাকে হোম অফিসে এর কারণ ব্যাখা করতে হবে।

এ পর্যন্ত ৫.৬ মিলিয়ন ইউরোপিয় ইউনিয়নের নাগরিক ব্রিটেনে স্থায়ী হতে আবেদন করেছেন। তাদের মধ্যে প্রায় ৪ লাখ আবেদন এখনো নিস্পত্তি করা হয়নি। সবচেয়ে বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে পোল্যান্ড ও রোমানিয়ার নাগরিক সহ ইউরোপের অন্যন্য দেশের নাগরিকরা রয়েছেন।

এই সময়ের মধ্যেও যদি কোন ইইউ দেশ সমূহের নাগরিক আবেদনের নিস্পতি হবে।তবে ২৮ দিনের পর ব্রিটেনে থাকার জন্য আবেদন হয় গ্রহন করা হবে অথবা বের হয়ে যেতে হবে। এই সময়ের পরেও যদি কেউ আবেদন করেন তা গ্রহন যোগ্য হবে না।

৩০শে জুনের পর আরো ২৮ দিন সময়ের মধ্যেই নির্ধারিত হবে ই ইউ নাগরিকদের ব্রিটেনে স্থায়ী ভাবে বসবাসের শেষ সুযোগ। এর পর যারা আসবেন। সবাইকে ৭০ পয়েন্ট অর্জন করেই নতুন আইনের নিয়ম মেনেই বসবাস করতে হবে।


Similar Posts