| |

ইংল্যান্ডে ভ্রমনের জন্য সকল দেশের যাত্রীদের লাল তালিকা প্রত্যাহার।


মো: রেজাউল করিম মৃধা।

ইংল্যান্ডে কভিড-১৯ মহামারির আক্রান্ত, মৃত্যু এবং এর প্রাদুরভাব্র উপর নির্ভর করে সিগনাল লাইট সিস্টেমে লাল, আম্বার এবং সবুজ তালিকায় ভাগ করা হয় বিভিন্ন দেশের যাত্রীদের। লাল তালিকার দেশের যাত্রীদের ব্রিটেনে প্রবেশ করলেই ১০ দিন কিম্বা ১৪ দিনের হোটেল কোরাইন্টেন। গুনতে হয়েছে £১৭০০ পাউন্ড থেকে £২২৮৫ পাউন্ড।

করোনাভাইরাসের আক্রান্ত নিয়ন্ত্রন আসায় ধীরে ধীরে সেই লাল তালিকা তুলে নেওয়া হয়েছে। সেই সাথে কোভিড ভ্রমণের লাল তালিকায় থাকা বাকি সাতটি দেশকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট সাপস বলেন, “কভিড-১৯ বা করোনাভাইরাস নিয়ন্ত্রনে আসায় সারা বিশ্ব এখন ভ্রমনের জন্য উন্মুক্ত করা হলো। আগামী সোমবার থেকে লাল তালিকা থাকবেনা,”।

আগামী সোমবার ভোর ৪.০০টা থেকে

কলম্বিয়া, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক, হাইতি, ভেনিজুয়েলা এবং ইকুয়েডর থেকে আগত যাত্রীদের শীঘ্রই আর ১০ দিনের জন্য তাদের খরচে হোটেলে কোরাইন্টাইন তুলে নেওয়া হচ্ছে।

সিস্টেমটি শেষ হওয়ার কোনও পরামর্শ নেই এবং সেখানে সংক্রমণ বাড়লে একটি দেশকে তালিকায় আবার যুক্ত করা যেতে পারে।

ফেব্রুয়ারি থেকে ২০০,০০০এরও বেশি মানুষ হোটেলে কোয়ারেন্টাইনে থেকেছেন।

পরিবহণ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিবর্তনটি ঘোষণা করা হয়নি, তবে এমন খবর পাওয়া গেছে যে একটি ঘোষণা পরে প্রত্যাশিত।

এটাও সম্ভব যে সরকার সেই দেশের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে যেখান থেকে তারা টিকা সার্টিফিকেট প্রমাণ গ্রহণ করে।

আগামী সোমবার ভোর ৪.০০টা থেকে ইংল্যান্ড সকলেই ফ্রি যাতায়াত করতে পারবেন। কোন দেশের জন্য আর কোরাইন্টাইন বাধ্যতামূলক নয়। সব দেশের যাত্রীরা নিরাপদে আসতে পারবেন তবে সরকারি নিয়মনীতি মেনে চলতে হবে।


Similar Posts