ইংল্যান্ডে ভানেরেবল রোগীদের জন্য আজ থেকে Sotrovimab ঔষধ অনুমোদন।
মো: রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ করোনাভাইরাস মহামারি থেকে মানুষকে সুরক্ষা বা সুস্থ্য রাখার জন্য গবেষকদের চেস্টা অবহত রয়েছে। নতুন নামে যেমন কভিড ভ্যারিয়েন্ট আসছে তেমনি ভাবে বেঁচে থাকার জন্য চেস্টার কোন কমতি নেই।
ইংল্যান্ডে ভানেরেবল রোগী বা অধিক অসুস্থ্য, ক্যান্সার, ডায়েবেটিকস এবং হাইরিক্স রোগীদের জন্য নতুন ঔষধ সট্রোভিমাপ অনেক কার্যকর।ইনিশিয়াল ক্লিনিক ট্রাইল এবং GSK নতুন ঔষধ অনুমোদন সম্পর্কে বলেন,” এই নতুন ঔষধ ক্যান্সার, ডায়েবেটিকস এবং হাই রিস্ক রোগীদের জন্য ৭৯% পারসেন্ট কার্যকর। ইংল্যান্ড ১.৩ মিলিয়ন ভানেরেবল রোগী আছে। এই নতুন ঔষধ রোগ নিরাময় কার্যকর ভুমিকা পালন করবে,”।
এনএসএইচ এর ডিরেক্টর প্রফেসর স্টেভেন পওয়েস বলেন,”অধিক অসুস্থ্য রোগীদের ইমুনিটি বাড়ানো, মনোক্লনাল এ্যাক্টিভ সচল রাখার নতুন এই ঔষধ সট্রোভিমাপ অনুমোদন দেওয়া হয়েছে। এখন থেকে সহজে পাওয়া যাবে,”।
ডায়েবেটিক চীফ এক্সিকিউটিভ ক্রিস আসকিউ বলেন,”হাই রিস্ক ডায়েবেটিকস রোগীদের জন্য এই ঔষধ কার্যকর এছাড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকেও এই ঔষধ রোগীদের সুরক্ষা দিবে,”।
সুত্র:-বিবিসি।