| |

ইংল্যান্ডে “প্লান সি” গ্রহন,
ক্রিসমাস উৎসবে বাসায় অতিথি প্রবেশ নিষেধ হতে যাচ্ছে।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ করোনাভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন ভয়াবহ আঁকার ধারন করেছে। যুক্তরাজ্যে শুক্রবার আরও ৯৩,০৪৫ করোনাভাইরাস কেস রিপোর্ট করা হয়েছে।ইতিবাচক পরীক্ষার ২৮ দিনের মধ্যে আরও ১১১ জন মারা গেছেন।গত শক্রবার এই ভয়াবহ পরিস্থিতিতে সরকার আরো কঠোর নিয়ম প্লান সি বাস্তবায়ন করতে যাচ্ছে।

ক্রিসমাস বা বড় দিনের উৎসবে বাসায় পরিবারের সদস্য,আত্বীয়স্বজন এমনকি বন্ধুবান্ধবদের প্রবেশ নিষিধ করা হচ্ছে। দুই সপ্তাহ এই নিয়ম বলবৎ থাকবে বলে জানিয়েছে সরকারের মন্ত্রীপরিষদ।

লকডাউন না হলেও প্লান সি সরাসরি লকডাউনের খুবই কাছাকাছি । প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউনের পক্ষে নয়। তবে করোনাভাইরাস ঠেকাতে সবাইকে বাসার ভিতরে মিক্সিং নিষেধের পক্ষে। তিনি চান অন্যের বাসায় না যেয়ে যার যার বাসায় নিজেদের মতো করে ক্রিসমাস উৎসব পালন করুন।

বাসায় প্রবেশের নিয়ম না থাকলেও রেস্টুরেন্ট এবং পাবে সীমিত আকারে আড্ডা বা পার্টি করা যেতে পারে। তবে সবাইকে সাধধানতা অবলম্বন করতে হবে।

কভিড-১৯ এর ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ ভ্যাকসিন শতকরা ৮০% কার্য়কর। কোভিড বুস্টার ডোজ ওমিক্রনের উপর যে সম্ভাব্য প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করেছেন এবং এটি গুরুতর অসুস্থতার বিরুদ্ধে প্রায় ৮৫% সুরক্ষা প্রদান করতে পারে।

সূত্র:- দি গার্ডিয়ান।


Similar Posts