ইংল্যান্ডে জ্বালানী তেলের দাম বেড়েছ ৪.২% ।যা ১০ বৎসরের মধ্যে সর্বোচ্চ

মো: রেজাউল করিম মৃধা।
ইংল্যান্ডে পেট্রোল, গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি তেল বা ফুয়েলের দাম বেড়েছে শতকরা ৪.২%। যা বিগত ১০ বৎসরের মধ্য সবচেয়ে বেশী।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিটিজ ONS এর মতে কভিড-১৯ পরবর্তী ইনফ্ল্যাকশন রেড বেড়েছ।
দি ব্যাংক এফ ইংল্যান্ড এর তথ্য অনুযায়ী ব্রিটেনের পরবর্তী মাস গুলি অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো ভয়াবহ হতে পারে। সেপ্টম্বরের পর থেকে প্রবৃদ্ধির বেড়েছে ৩.১% ।
জ্বালানি কেল সহ সকল পন্যের দাম বৃদ্ধির কারন গুলির মধ্যে অন্যতম হলো:-
১/ তেল, গ্যাস, বিদ্যুৎ এর দাম সারা বিশ্বেই বেড়েছে। এই জন্য বৃটিশ সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে।
২/ সাপ্লাই এর সমস্যা এখন প্রকট।। সময় মত এবং ঠিকমত সাপ্লাই না দেওয়াতে দাম বেড়েছে।
৩/ ট্রাসপোর্টে বিশাল ঘাটতি। লরি ড্রাইভার থেকে শুরু করে ভ্যান ড্রাইভার এমন কি ডেলীভার ড্রাইভার পর্যন্ত স্টেজ রয়েছে। দাম বাড়ার অন্যতম কারন এটি।
৪/ সরকারি ভ্যাট বা ট্যাক্স। গত সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাটের সুবিধা দিলেও আবার চালু হয়েছে এর ফলে দাম বেডেছ।
৫/ স্টাফ বা কাজের লোকের অভাব। স্টাফ স্টেজের ফলে মাল থাকলেও ঠিকমত সাপ্লাই দেওয়া যাচ্ছে না মালের স্টেজের কারনে দাম বেডে যাচ্ছে।
দাম বেডে যাওয়ার ফলে সাধারন ক্রেতা বা কাস্টমাররা ভুক্তভুগী হচ্ছেন। বেশী দামে জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিন্তে হচ্ছে। বিগত ১০ বছরের মধ্যে ইংল্যান্ডে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি।
সূত্র:- বিবিসি।