|

ইংল্যান্ডে করোনাভাইরসের সর্বোচ্চ লেভেল অতিবাহিত হচ্ছে।সেবা দিতে হিমশিম খাচ্ছে এনএইচএস ।


মো: রেজাউল করিম মৃধা।

ইংল্যান্ডে করোনাভাইরস মহামারির সর্বোচ্চ লেভেল অতিবাহিত হচ্ছে।করোনাভাইরস মহামারির রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে ইংল্যান্ডের স্বাস্থ্য সেবা দিতে হিমশিম এনএইচএস ।

প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর মৃত্যুর ও আক্রান্ত রোগীর সংখ্যা। এ জন্য ব্রিটিশ সরকার ৫ই নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় বার জাতীয় লক ডাউন ঘোষনা করেছে।

এনএইচএস এর চীফ এক্সিকিউটিভ স্যার সাইমন স্টেভেন বলেন, “ হাসপাতাল গুলিতে ধারন ক্ষমতার চেয়ে তিন গুন বেশী রোগী হাসপাতালে ভর্তি আছে। এই শীতে করোনাভাইরস মহামারি সবচেয়ে বেশী ভয়াবহ রুপ ধারন করবে,”।

তিনি আরো বলেন,” প্রতি শীতে সাধারনত ৩ হাজার রোগী হাসপাতালে সেবা গ্রহন করলেও এ বছর এখনই ১০ হাজার রোগী হাসপাতালে সেবা নিচ্ছে। যেভাবে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে হাসপাতাল গুলি সেবা দিতে বেশ সমস্যার সম্মুখিন হচ্ছে। করোনা রোগীদের সেবা দিতে এনএইচএস এর ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী সহ সকলে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন,”।

মেডিক্যাল অফিসার প্রফেসর ক্রীস হাইতির বলেন,”এই মূহুর্তে আমরা কোন ভালো খবর দিতে পারছিনা । প্রতিদিন শুধু নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনা রোগী। এভাবে আক্রান্ত বাড়তে থাকলে অবস্থা হবে খুবই ভয়াবহ।সরকারকে কঠোর অবস্থানে থাকতে হবে। তাই সরকারকে যেমন কঠোর হতে হবে তেমনি জনসাধারনকেও সরকারি বিধিনিষেধ গুলি মেনে চলতে হবে,”।

করোনাভাইরস মহামারির থেকে রক্ষার জন্য বৃটিশ সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। জনসাধারনের জীবন রক্ষায় নতুন নতুন পরিকল্পনা গ্রহন করছে। সাইন্টিস্টদের গবেষনায় এবারের শীতে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস আরো ভয়াবহ আঁকার ধারন করছে।করোনাভাইরস সংক্রমণে ‘সংকটজনক পরিস্থিতিতে’ শুধু হাসপাতাল নয় সবাইকে সতর্ক থাকতে হবে।দেশটির বিজ্ঞানীরা এ বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন।সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভাললানসি পরিচালিত দ্য একাডেমি অব মেডিকেল সায়েন্স এর রিপোর্টে। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার সেই হিসেবে দ্বিতীয় লক ডাউন কার্যকর করতে সকল জনসাধারনের সহযোগিতা কামনা করছে।

৫ ই নভেম্বর বৃহসপ্রতিবার থেকে ইংল্যাণ্ডে শুরু হচ্ছে করোনা লক ডাউন ।আবার আমরা গৃহ বন্দী হচ্ছি ।জরুরী প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবোনা ।মসজিদে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমআ’র নামাজ পড়তে পারা যাবেনা ।কারো ঘরে যেওয়া নিষধ।বিয়ে শাদি ,রেস্টুরেন্ট ,বার, পাব সহ সকল ব্যাবসা প্রতিস্ঠান থাকবে বন্ধ।

গত ২৪ ঘন্টাায় বৃটেনে করোনায় মৃতের সংখ্যা ৪৯২।এটা নতুন ওয়েভে সর্বোচ্চ রেকর্ড ।আজ নতুন আক্রান্তের সংখ্যা ছিল -২৫হাজার ১৭৭।

বাংলাদেশী কমিউনিটির অনেকেই এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।মাওলানা আব্দুর রহমান আল মাদানী ,মাওলানা আব্দুল মুমিন চৌধুরী ,কবি রহমত আলী পাতনী,কবি আলিফ উদ্দিন ,বিয়ানীবাজারের মাওলানা নাজির উদ্দিন সহ বিভিন্ন শহরে বহু সংখ্যক বাংলাদেশী অনেকই করোনা রোগে আক্রান্ত রোগী।

মৃতের ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।আমরা কিন্তু এখনও অসতর্ক । দয়া করে সবাই সতর্ক থাকুন ।মাস্ক,গ্লোভস ও সেনিটাইজার ব্যবহার করুন ।বার বার হাত ধৌত করুন ।বাসায় থাকুন। নিরাপদে থাকুন।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।


Similar Posts