ইংল্যান্ডে ওমিক্রনে আক্রান্ত শতকরা ৪০% রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন না।
মো: রেজাউল করিম মৃধা।
ইংল্যান্ডে ওমিক্রন ভারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দিনে এক লাখ ছাড়িয়েছে। গত বুধবার ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১,০৬,১২২জন।এই আক্রান্ত সংখ্যা নিয়ে হতাশ বা ভয়ের চেয়ে সাবধানতা অবলম্বন করাই জরুরী।
ওমিক্রন আক্রান্তের শতকরা ৪০% জন রোগীই হাসপাতালের ভর্তি না হয়ে বাসায় সেল্ফ আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।এতে হাসপাতালে রোগীর চাপ কমছে এবং রোগীরা বাসায় থেকে সুস্থ্য হয়ে উঠছেন।
বিশেষজ্ঞরা বলেন,” খুসির খবর হচ্ছে কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারির ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টে মৃত্যুর সংখ্যা অনেক কম। তবে সবাইকে সরকারের দেওয়া প্লান বি অবশ্যই মেনে চলতে হবে,”।
ওমিক্রনে আক্রান্ত শতকরা ২০% থেকে ২৫% রোগী হাসপাতালে প্রাথমিক পরীক্ষা শেষে বাসায় ফিরে যান।আবার অনেক রোগী ফোনে অথবা এ্যাপে ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় থেকেই সুস্থ্য হয়ে উঠছেন।
স্বাস্থ্য সুরক্ষা এজেন্সির পক্ষ থেকে বলা হচ্ছে বুস্টারগুলি ওমিক্রন এর বিরুদ্ধে ৭০-৭৫% সুরক্ষা প্রদান করবে।লন্ডনে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির তথ্যমতে বিশ্বের গবেষণায় অনুমান করা হয়েছে ভ্যাকসিনের দুটি ডোজ ওমিক্রনের লক্ষণগুলির বিরুদ্ধে সীমিত সুরক্ষা দিচ্ছে তবে বুস্টার ডোজ এটিকে শতকরা ৭৫% পর্যন্ত বাড়িয়ে দিবে।
সূত্র:- দি গার্ডিয়ান।