ইংল্যান্ডে “এনএইচএস” এর বাজেটে অতিরিক্ত £১০ বিলিয়ন পাউন্ড বরাদ্দ দাবী।

মো: রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ করোনাভাইরাস মহামারিতে ইংল্যান্ডের এনএইসএস করোনা রুগীদের চিকিৎসা সেবা দিয়ে বিশ্বে এক নজির সৃস্টি করেছে। সারা বিশ্বের যেকোন দেশের স্বাস্হ্য সেবার চেয়ে ইংল্যান্ডের স্বাস্হ্য সেবা অনেকে জীবনের ঝুঁকি নিয়ে আন্তরিকতার সাথে করে বিশ্বে তার লাগিয়ে দিয়েছে।
এনএইচএস এর সার্ভিস দিতে গিয়ে হাসিমুখ মৃত্যু বরণ করেছেন ডাক্তার, নার্স, স্বাস্হ্য সেবা কর্মী সহ সংশ্লিষ্ট কর্মীরা। তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দোওয়া। সেই সাথে সরকার সহ সাধারন জনগন ও এদের সম্মান জানান।
ইংল্যান্ডের এনএইচএস এর ২০২০/২০২১ সালের বাজেট£২১২.১ বিলিয়ন পাউন্ড। এই অর্থ দিয়েও সুন্দর ভাবে সব কিছু পরিচালনা করা দুরহ হয়ে পরেছে এ জন্য এনএইচএস এর পক্ষ থেকে সরকারের নিকট বছরে অতিরিক্ত আরো £১০ বিলিয়ন পাউন্ড বরাদ্দের জন্য দাবী করে আসছে।
কিন্তু সরকারের পক্ষ থেকে সেই অর্থ দেওয়া নিয়ে চলছে বিভিন্ন যুক্তি এবং টালবাহানা। ট্রেজারি লিডারের পক্ষ থেকে বলা হচ্ছে অতিরিক্ত £১০ বিলিয়ন নয় বরং সরকার এনএইচএস থেকে বাজেট কাট করবে।
চ্যান্চেলার ঋশি সুনাক বলেন,” এনএইচএস এর নিকট সরকার কৃতজ্ঞ কিন্তু ২০২০ সালে কভিড-১৯ এর পিপিই, অতিরিক্ত স্টাফ সহ অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরও অতিরিক্ত £১০ বিলিয়ন পাউন্ড বরাদ্দ সরকার অতিরিক্ত চাপের মুখে পরবে,”।
এনএইচএস এর চীফ এক্সিকিউটিভ ক্রীস হসপন বলেন,”এনএইচএস এর হাই কুয়ালিটি সার্ভিস, সেইফ কেয়ার, এ্যান্বুলেন্স সার্ভিস, A&E ডিপার্টমেন্ট সার্ভিস সুস্ঠুভাবে পরিচালনা করতে বৎসরে বাজেটে অতিরিক্ত আরো £১০ বিলিয়ন পাউন্ড দিতে হবে,”।