ইংল্যান্ডে আজ থেকে মুক্ত স্বাধীন, কভিড-১৯ এর সব বিধিনিষেধ প্রত্যাহার।
মোঃ রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ করোনাভাইরাস মহামারি থেকে রক্ষার জন্য ইংল্যান্ডে তিন তিন বার লক ডাউন সহ হোম কুরাইন্টেন, সেল্ফ আইসোলেশন, যাত্রীদের জন্য হোটেল কুরাইন্টেন মুখে মাক্স, কখনো দুই মিটার কখনো ১ মিটার সামাজিক দূরুত্ব, বারবার হাত পরিস্কার সহ করোনার আক্রান্তের উপর নির্ভর করে বিভিন্ন সময় কঠোর বিধিনিষেধ জারি করে সরকার।
আবার করোনার পরিস্থিতির প্রভাব কমে যাওয়ার সাথে সাথে লকডাউন তুলে নেওয়া সহ অনেক নিয়ম তুলে নেওয়া হয়। সর্বশেষ ছিলো সেল্ফ আইসোলেশন আজ ২১শে ফেব্রুয়ারি থেকে সেল্ফ আইসোলেশনের নিয়ম তুলে নেওয়া হয়।আজ সোমবার থেকে কভিড-১৯ এর সকল নিয়ম প্রত্যাহার করা হয়েছে।
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার কভিড-১৯ করোনাভাইরাস মহামারির সব বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষনা দিয়ে বলেন” আমাদের কভিড নিয়েই বসবাস করতে হবে। ভ্যাকসিনের মাধ্যমে সুরক্ষা নিতে হবে।আমরা চাইনা আর কোন ভাইরাস এসে আমাদের জীবন চলার পথকে ব্যাহত করুক। আমরা করোনাভাইরাস কালে এক কঠিন সময় পার করেছি।এখন থেকে আমরা মুক্ত ও স্বাধীন জীবনে ফিরে আসতে চাই”।
কভিড-১৯ করোনাভাইরাস মহামারি আমাদের অনেক কিছু শিখিয়েছে। সেই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। বিধিনিষেধ বা নিয়মকানুন তুলে নিলেও আমাদের সবার সাবধানতা অবলম্বন করতে হবে।নিজে সুস্থ্য থেকে অপরকেও সুস্থ্য রাখতে সহযোগিতা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।