| |

ইংল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্টে মাক্স বাধ্যতামূলেক করা হোক- সাদিক খান।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ মহামারির থেকে নিজেকে রক্ষা করার অন্যতম হলো, বারবার হাত পরিস্কার করা, সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং মুখে মাক্স পরা। করোনার প্রাদুর্ভাব প্রতিহত করার জন্য সরকারি ভাবে কিন বার লকডাউন এ দেওয়া হয়েছিলো।

এখন লকডাউন তুলে নেওয়া হয়েছে। সরকার অনেক নিয়মকে ধাপে ধাপে শিথিল করেছে। কিন্তু নিজেকে রক্ষার জন্য আপনাকে নিজে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে নিজের রক্ষার জন্য মুখে মাক্স পরা অত্যন্ত জরুরী বলে মনে করেন লন্ডন মেয়র সাদিক খান।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন,” পাবলিক ট্রাস্পোর্টে মুখে মাক্স বাধ্যতামূলক করা হোক। কারণ সমগ্র ব্রিটেন জুড় এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে ৪০,০০০ এরও বেশি নিশ্চিত করোনাভাইরাস সংক্রমণ অব্যাহত রয়েছে।করোনাভাইরাস থেকে রক্ষার জন্য পাবলিক ট্রান্সপোর্টে টিএফএল, লন্ডন মেয়র এবং সরকারের পক্ষ থেকে মুখে মাক্স বাধ্যতামূলেক করা অতি জরুরী,”।

এখনও অবধি, সরকার তথাকথিত “ প্ল্যান বি”ব্যবস্থা আনতে প্রতিরোধ করেছে, যা বাড়ির ভিতরে বাধ্যতামূলক মুখোশ, কোভিড পাসপোর্ট এবং বাড়ি থেকে কাজ করার নির্দেশিকা পুনঃপ্রবর্তন দেখতে পাবে।

এই শীতে এনএইচএস রক্ষার জন্য কোভিড -১৯ এবং ফ্লুর বিরুদ্ধে টিকা নেওয়ার জন্যও আহ্বান জানিয়ে তিনি একটি বিবৃতিতে বলেছেন “মারাঘাতক ভাইরাস চলে যায়নি আমাদের আরো শতর্ক থাকতে হবে এবং এই শীতে আমরা ফ্লু এবং কোভিড উভয়েরই মুখোমুখি হচ্ছি”। সবাইকে ভ্যাকসিন নিয়েই সুরক্ষা থাকতে হবে।

সবাই শতর্ক থাকুন, অন্যকে শতর্ক থাকতে উৎসাহিত করুন।নিজে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের সময় অবশ্যই মুখে মাক্স পড়ুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।


Similar Posts