| |

আজ ৫ই মে ২০২২
ব্রিটেনের লোকাল কাউন্সিল নির্বাচনে চলছে ভোট গ্রহন।


মোঃ রেজাউল করিম মৃধা।

আজ ৫ই মে সকাল .০০টা থেকে শুরু হয়েছে লোকাল কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহন।চলবে রাত ১০.০০টা পর্যন্ত।

ব্রিটেন জুড়ে মোট ৪৩৫০টি সিট বা ৪৩৫০ জন কাউন্সিলার নির্বাচিত হবেন। এর মধ্যে ইংল্যান্ডে ১৪০টি কাউন্সিল, স্কটল্যান্ডে ৩২টি কাউন্সিল এবং ওয়েলসে ২২টি কাউন্সিলে লোকাল বা স্থানীয় কাউন্সিল নির্বাচন অনুস্ঠিত যাচ্ছে।

বেশীর ভাগ কাউন্সিলে কাউন্সিলার দের ভোটে লিডার নির্বাচিত হন। তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। স্বল্প সংখ্যক কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে থাকেন। এর মধ্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মেয়র নির্বচনে ত্রিমূখী লড়াই চলছে।

ইংল্যান্ডে ১৮ বছর, স্কটল্যান্ড এবং ওয়েলসে ১৬ বছর বয়স হলেই ভোটার রেজিস্ট্রিশনের পর ভোট দিতে পারবেন। সকাল ৭.০০টা থেকে শুরু হয়েছে স্থানীয় কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহন।চলবে রাত ১০.০০টা পর্যন্ত।

ভোট গ্রহন শেষ হবে ১০.০০টায় এরপর প্রতিটি কাউন্সিলের একটি নির্দিষ্ট স্থানের বিশাল হল রুমে ভোট গননা করা হবে। ভোটের ফলাফল পেতে শুক্রবার সকালে আবার অনেক কেন্দ্র ফলাফল পেতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাসিন্দাদের জন্য কাউন্সিল নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেননা কাউন্সিলাররা বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

কাউন্সিলের কার্যক্রম গুলি বাসিন্দাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত।

যেমন ধরুনঃ-

১/ রাস্তাঘাট পরিস্কার রাখা,

২/ রাস্তায় লাইট এবং গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা সেট করা।

৩/ ময়লার বিন কালেকশন করা।

৪/ বাসিন্দাদের জানমালের সিকিউরিটি দেওয়া,

৫/ ড্রাগ এবং ক্রাইম নিয়ন্ত্রণ করা,

৬/ নতুন হাউজি নির্মাণ এবং কাউন্সিল হাউজিং সুবিধা।

৭/ কাউন্সিল ট্যাক্স সহনশীল অবস্থায় রাখা,

৮/ যোগাযোগ ব্যাবস্থার ক্ষেত্রে এমন কি রাস্তাঘাট নির্মাণ ও মেরামতে ভূমিকা রাখা।

৯/ স্বাস্হ্য সেবা এবং মেন্টাল হেল্থ সেবা নিশ্চিত করা।

১০/ চিন্ড্রেন এবং ইউথদের বিভিন্ন ধরনের সহযোগিতা সহ

১১/ প্রশাসনিক সকল কাজে সহযোগিতা করা সহ নানাবিধ কাজের সহযোগিতা করে থাকেন কাউন্সিলাররা।

তাই স্থানীয় নির্বাচন বাসিন্দাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। এ কারনেই বাসিন্দারা তাদের ভোটের মাধ্যমে পছন্দের কাউন্সিলার নির্বাচিত করে থাকেন।

স্থানীয় নির্বচনের ফলাফলে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে উঠে। যদিও ব্রিটেনে কন্জারভেটিভ এবং লেবার দলের বেশীর ভাগ কাউন্সিলার নির্বাচিত হয়ে বেশী ভূমিকা রেখে চলছে। অন্য দল এমনকি স্বতন্ত্র পার্থী ও নির্বাচিত হয়ে থাকেন তাদের নিজেস্ব যোগ্যতা দিয়ে।


Similar Posts