আজ সোমবার থেকে ইংল্যান্ডে লক ডাউল শিথিল হচ্ছে আরো এক ধাপ।
বারবার শপ, হাই স্ট্রিট শপ এবং শপিংমল গুলিতে উপচে পড়া কাস্টমারের ভীর।

মো: রেজাউল করিম মৃধা।
করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা বা সুরক্ষার জন্য তৃতীয় লক ডাউন চলছে। করোনার আক্রান্ত নিয়নত্রনে বা কমে আসায় এবং ভ্যাকসিন কার্য়ক্রম সফলতার সাথে পরিচালিত হওয়ায় ব্রিটেন অনেকটাই নিরাপদ বিবেচনা করে সরকারি ঘোষনা অনুযায়ী ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে লক ডাউন।
সরকারের ঘোষনা অনুযায়ী গত ৮ই মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার মধ্য দিয়ে লকডাউনের শিথিল শুরু হয়। তারই ধারাবাহিকতায় ২৯শে মার্চ আর এক ধাপ শিথিল হয় লক ডাউন এবং আজ ১২ই এপ্রিল ইংল্যান্ডের লক ডাউন আরো এক ধাপ শিথিল হলো। পর্যায়ক্রমে ১৭ মে এবং ২১শে জুন লক ডাউন তুলে নেওয়া হবে।
আজ ১২ই এপ্রিল থেকে লক ডাউন শিথিলে যে সব সুবিধা থাকছে।
যেমন:-
১/ সকল এসেন্সিয়াল দোকান খুলছে।
২/ হেয়ার ড্রেসার, বিউটি পার্লার সহ ক্লোজ কন্ট্রাক সার্ভিস খুলছে।
৩/ বাহিরে বসার ব্যাবস্থা আছে এমন সব রেস্টুরেন্ট সহ খাবারের দোকান ও পাব খুলছে।
৪/ জিম ও লাব্রেরি এবং চিডিয়াখানা খুলছে।
৫/ ওয়েডিং পার্টিতে ১৫ জন পর্যন্ত অংশ গ্রহন করতে পারবেন।
৬/ ফুনেরালে ৩০ জন পর্যন্ত অংশ গ্রহন করতে পারবেন।
৭/ শিশুরা ইন্ডোর গেইম্স খেলতে পারবেন।
৮/ কেয়ার হোমে আরো দুইজন রোগীর সাথে দেখা করতে পারবেন ।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,”পাব এবং রেস্তোঁরাগুলি অপরিহার্য দোকান, জিম এবং হেয়ারড্রেসারদের পাশাপাশি পরের সোমবার পরিকল্পনা অনুসারে বাইরের জায়গাগুলি আবার খুলছে। কারণ ইংল্যান্ডের লকডাউন আরও সহজ হয়েছে,”। তবে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন,”আমরা আত্মতুষ্ট হতে পারি না।” ভয় থেকেই যায় যে কোন সময় আবারো করোনা হানা দিতে পারে তাই করোনাভাইরাস থেকে সবাইকে সাবধান থাকতে হবে।সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।
পাইলট ইভেন্টগুলি মধ্য এপ্রিল থেকে শুরু করে সিস্টেম পরীক্ষা করার জন্য ঘটবে, পরে ইভেন্টগুলি টিকা পরীক্ষা করবে।
সানাস এবং স্টিম রুম বাদ দিয়ে স্পা আবার খুলতে পারে এবং একই পরিবারের সদস্যরা স্বনির্ভর আবাসে ইংল্যান্ডে ছুটি কাটাতে পারবেন।
গ্রন্থাগার এবং সম্প্রদায় কেন্দ্রগুলির মতো সরকারী ভবনগুলিও খোলা হচ্ছে ।
চিড়িয়াখানা, থিম পার্ক, ড্রাইভ-ইন সিনেমাটাসহ এবং ড্রাইভ-ইন পারফরম্যান্স ইভেন্টগুলি এবং অন্যান্য ঘনিষ্ঠ যোগাযোগের পরিষেবাগুলি যেমন সৌন্দর্য এবং সেলুনগুলি খুলছে।
বারবার শপ, হাই স্ট্রিট দোকান এবং শপিংমল গুলিতে কাস্টমারদের উপচে পড়া ভীর। এছাড়া জিম ও চিডিয়াখানা সহ অন্যান্য প্রতিস্ঠান গুলিও খুলবে। ফিরে পাচ্ছে সবকিছুতেই নতুন প্রান। প্রতিটি প্রতিষ্ঠান কাস্টমারদের ভীর পরিলক্ষিত হচ্ছে।
১৭ই মে আরো এক ধাপ লক ডাউন শিথিল হবে। তখন সকল ধরনের রেস্টুরেন্ট , নাইন ক্লাব, শপিংমল সহ বড় ইভেন্ট খোলা হবে।