আজ শনিবার থেকে ওয়েলস লকডাউন তুলে নেওয়া হচ্ছে।
তবে বন্ধ থাকবে নাইট ক্লাব।
মো: রেজাউল করিম মৃধা।
“ফ্রি ফর অল”
দীর্ঘ ১৭ মাস পর শনিবার থেকে লকডাউন তুলে নেওয়ার ঘোষনা দিলেন ওয়েল্স ফাস্ট মিনিস্টার মার্ক ডাকফোর্ড।
তিনি বলেন,” ফ্রি ফর অল” লকডাউন থেকে মুক্ত হলো ওয়েল্স। করোনাভাইরাস থেকে রক্ষার জন্য দেশ জুড়েই লকডাউন ছিলো। রোডম্যাপ অনুযায়ী ধাপে ধাপে লকডাউন শিথিল করা হয়েছে। শনিবার থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।বর্তমানে করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। সরকারি বাধ্যবাধকতা না থাকলেও মুখে মাক্স পরা এবং সোসাল ডিস্টেন্স রক্ষা করা।লকডাউন তুলে নিলেও পুরোপুরি করোনা মুক্ত নই। সবাইকে শতর্ক থাকতে হবে’”।
লকডাউন তুলে নিলেও যেসব নিয়ম সবার জন্য মংগল জনক:-
১/ লকডাউন তুলে নিলেও নাইট ক্লাব বন্ধ থাকবে।
২/উন্মুক্ত স্থানে অনেক লোক এক সাথে দেখা করতে বা মিলিত হতে পারবেন। পাবলিক প্লেসে মুখে মাক্স রাখা জরুরী। তবে পাব, রেস্টুরেন্ট এবং স্কুলে মাক্স না রাখলেও পারেন।
৩/ কাজের স্থানে এবং ইন্ডোরে সোসাল ডিস্টেন্স থাকবে না।
৪/ ব্যাবসা প্রতিস্ঠান, মার্কেট, দোকান কিম্বা শপিং মল গুলিতে মুখে মাক্স এবং সোসাল ডিস্টেন্স থাকতে হবে। এটা উভয়ের জন্যই মংগল জনক।
৫/যাদের ভ্যাকসিনের দুই ডোজ দেওয়া আছে তাদের সেল্ফ আইসোলেশনের আর প্রয়োজন নেই।
৬/ লকডাউন শিথিল হলেও মুখে মাক্স, সোসাল ডিস্টেন্স সহ করোনা প্রতিরোধের জন্য অভ্যাস গুলি ধরে রাখতে হবে।
৭/ ১৬ থেকে ১৭ বছর সাইকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। এই বয়সের সবাইকে ভ্যাকসিন দিতে হবে।সবার জন্য ভ্যাকসিন এই নিয়ম অবহত থাকবে। গবেষকরা মনে করেন ভ্যাকসিনের মাধ্যমেই করোনা নিয়ন্ত্রনে এসেছে।
আজ থেকে ওয়েল্স এ “ফ্রি ফর অল”।
সবাই সাবধান থাকুন, নিজে নিরাপদে থাকুন অন্যকে নিরাপদে রাখতে সহযোগিতা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।