| |

আজ থেকে ৬৫ উর্ধের বয়সীদের ভ্যাকসিন হেওয়া শুরু।
এপর্যন্ত ১৫ মিলিয়ন মানুষকে ভ্যাকসিন দিয়েছে ব্রিটেন।


মো: রেজাউল করিম মৃধা।

করোনাভাইরস থেকে রক্ষা পাওয়া বা করোনাভাইরস প্রতিরোধের একমাত্র উপায় কভিড-১৯ ভ্যাকসিন। ব্রিটেনে এপর্যন্ত ১৫ মিলিয়ন মানুষকে ভ্যাকসিননের প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বয়স ,রোগীর অবস্থা, ফ্রন্ট লাইন ওয়ার্কার সহ বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য দিয়ে ব্রিটেনে জিপির ড্যাটা অনুযায়ী কভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

এর মধ্য ৯০ উর্ধ, ৮০ উর্ধ, ৭০ উর্ধ বয়সীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন শুরু হয়েছে ৬৫ উর্ধ বয়সীদের ভ্যাকসিন দেওয়া। সেই সাথে যাদের স্বাস্হ্য ঝুঁকি আছে। এছাড়া ডাক্তার, নার্স, কেয়ারার, পুলিশ, টিচার সহ ফ্রন্ট লাইন ওয়ার্কারদের প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

গবেষকদের গবেষনা অনুযায়ী ব্রিটেনে করোনাভাইরস নিম্নমুখি। অনেকটাই আয়ত্বে এসেছে। এই ভাবে সকল জনসাধারন সরকারি বিধিনিষেধ মেনে চললে পুরাপুরি করোনাভাইরস নিয়ন্ত্রনে আসবে বলে আশাপ্রকাশ করা হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,”যুক্তরাজ্যে কমপক্ষে ১৫ মিলিয়ন লোকের প্রথম করোনাভাইরাস ডোজ দেওয়া হয়েছে।জিপির ড্যাটা অনুযায়ী পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে,”।

৮ই ডিসেম্বর ২০২০ যুক্তরাজ্যে প্রথম ভ্যাকসিন ডোজ দেওয়ার মাত্র দুই মাস পরে এই সংখ্যাটি পৌঁছেছিল।

বরিস জনসন এটিকে একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” এবং একটি “অসাধারণ কীর্তি” হিসাবে বর্ণনা করেছেন।

সোমবার থেকে, ভ্যাকসিন রোলআউটটি ৬৫-এরও বেশি এবং যারা চিকিৎসা বা স্বাস্হ্য দুর্বল বলে বিবেচিত তাদের অন্তর্ভুক্ত করার হয়েছে।

এটি সত্যই যুক্তরাজ্যের-সর্বাত্মক প্রচেষ্টায় হয়েছে। সবাই মিলে একসাথে কাজ করার ফলেই করোনাভাইরস মহামারি নিয়ন্ত্রে আনা সম্ভব হয়েছে।

এখন প্রথম চারটি অগ্রাধিকার গোষ্ঠীর প্রত্যেককে জব অফার দিয়েছি,যেসকল লোকেরা করোনাভাইরাস থেকে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা নিজেরাই প্রথম লক্ষ্য নির্ধারণ করেছেন তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,” আমাদের যেতে এখনও অনেক দীর্ঘ পথ রয়েছে বাকী এবং নিঃসন্দেহে রাস্তায় বাঁধার সৃষ্টি হবে। তবে আমরা যা অর্জন করেছি, আমি জানি আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারি। চাই সবার সার্বিক সহযোগিতা,”।

সরকার এবং এনএইচএস করোনাভাইরস মোকাবেলায় আন্তরিকতার সাথে কাজ করার ফলেই করোনা প্রতিরোধ অনেকটাই নিয়ন্ত্রনে আসতে শুরু করেছে। আজ থেকে ৬৫ উর্ধ বয়সীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে পর্যায়ক্রমে সবাই ভ্যাকসিনের আওতায় আসবে। এরপর হবে করোনামুক্ত সুন্দর পৃথিবী।

করোনাভাইরসের আক্রমনে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যার উপর একই সাথে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করেই লক ডাউন শিথিল সহ পরবর্তী কার্যকর্ম ঘোষনা করা হতে পারে।


Similar Posts