আইলকুন্ডি নবীন সংঘের ৩৭তম বর্ষপূর্ত উৎযাপিত।

আইলকুন্ডি নবীন সংঘের ৩৭তম বর্ষপূর্ত অনুস্ঠানে সভাপতি পদ থেকে বিদায় নিলেন –সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা।
গত ২৩শে অক্টোবর সোমবার আইলকুন্ডি নবীন সংঘের বটতলার মাঠে সংগঠনের ৩৭তম বর্ষপূর্ত উপলক্ষে এক আলোচনা সভা অনুস্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা
সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন মৃধা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি-ওয়াজেদ আলি মোল্লা
উপদেস্টা -মোঃ আলিম মিয়া গুলন, মোহাম্মদ শাহজাহান, মোঃ কাজী শওকত আলি , মাজেদ চৌধুরী, কিরন মৃধা। নাজির আহমেদ ,ফাহাদ হোসেন সহ আরো অনেকে।
দীর্ঘ ৩৭ বৎসর পূর্বে গ্রামের কিছু সংখ্যক স্বচেতন যুবকরা আইলকুন্ডি নবীন সংঘ গঠন করে। সর্বনাশা পদ্মা নদীতে আইলকুন্ডি গ্রাম সহ বহু গ্রাম ভেংগে নিয়ে যায়। এর কয়েক বছর পর আবার চর জেগে উঠে। পুরো গ্রামের কিছু অংশ বিলিন হয়ে গেলেও সেই সব যুবকদের চিন্তা ও মনন শক্তি বিলিন করতে পারে নাই। এলাকার প্রতি টান, শৈশব কৌশরের সেই সব স্মৃতি ধরে রাখার জন্য যারা আপ্রাণ চেস্টা চালিয়ে এই সংগঠন ধরে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বহির্প্রকাশ আজকের এই আয়োজন ।
এই আয়োজনের মাধ্যমে বহুদিনের পুরাতন সেই সব বন্ধু আত্বীয় স্বজন সহ এলাকাবাসীর মধ্যে দীর্ঘ বছর পর দেখা এ এক অন্য ধরনের অনুভূতির নাম। যারা বা সে সকল ব্যাক্তি এই সংগঠন ধরে রেখেছেন এবং কাজ করে যাচ্ছেন তাদের সবার প্রতি গভীর ভালোবাসা।
যে সব আমন্ত্রিত অতিথিরা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনাদের অংশগ্রহনের মাধ্যমে অনুস্ঠাটি স্বাথক ও সুন্দর হয়েছে।
আইলকুন্ডি নবীন সংঘের নতুন ঘর তোলা সহ অন্যান্য কাজে আপনাদের সাথে আমার ও সামান্য সহযোগিতা অব্যহত থাকবে। এই সংগঠন দিন দিন এগিয়ে যাবে। পূর্বের ন্যায় একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবে।
দীর্ঘ ৩৭ বছর সংগঠনের সভাপতির পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করা সহ পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি করার আহ্বান জানান বিলেত প্রবাসী সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা।
তিনি আশাপ্রকাশ করেন নতুন কমিটি সংগঠনকে সুন্দর ও সুস্ঠু ভাবে পরিচালনা করে এলাকার উন্নয়নের অনন্য অবদান রাখবেন।