| |

আইডি কার্ড এর পাশাপাশি ,
প্রবাসীদের পাসপোর্ট ও গ্রহন যোগ্য।


মো: রেজাউল করিম মৃধা।

প্রবাসীদের ক্ষেত্রে আদালত এবং থানায় মামলা সংক্রান্ত কাজে জাতীয় পরিচয় পত্র আইডি কার্ডের পাশাপাশি পাসপোর্ট সমান ভাবে গ্রহণের জন্য বলে মহামান্য হাই কোর্ট নির্দেশ দিয়েছে।

মহামান্য হাইকোর্ট এবং বাংলাদেশ সরকারের প্রতি

”এন আর বি এবং প্রবাসীদের” পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

হাইকোর্ট এর পূর্ণাঙ্গ রায়ে আমাদের প্রবাসীদের উদ্বেগ ও উৎকন্ঠার অবসান ঘটেছে।

হাইকোর্টের ৫ দফা নির্দেশনার, চার এবং পাঁচ দফায় উল্লেখ করা হয়েছে,

চার. আদালত কিংবা ট্রাইব্যুনালে অভিযোগ করার ক্ষেত্রে পরিচয়পত্র বা পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট আইনজীবী অভিযোগকারীকে শনাক্ত করবেন।

পাঁচ. অভিযোগকারী বিদেশি বা প্রবাসী নাগরিক হলে সংশ্লিষ্ট দেশের পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে।

এই নির্দেশনার ফলে প্রবাসীদের উৎকন্ঠা দূর হয়েছে।কেননা আইডি ছাড়া মামলা করা যাবেনা এমন রায়ের ফলে প্রবাসীদের মাঝে এক ক্ষোপের সৃস্টি হয়। এনিয়ে প্রবাসীরা অবস্থান থেকে যাদের আইডি কার্ড নেই তাদের পাসপোর্ট কে গ্রহন করার দাবী উঠে। প্রবাসীদের যৌক্তিক দাবী হাই কোর্ট গ্রহন করে। এতে প্রবাসীরা যেমন স্বস্থির নি:শ্বাস ফেলছে তেমনি হাই কোর্টের প্রতিও শ্রদ্ধা আরো বেড়ে গেলো।


Similar Posts