৬৫ বৎসরের উর্ধে কেউ হজ্জ্ব পালন করতে পারবেন না।

মো: রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি থেকে সুরক্ষা এবং সৌদি আরব কে করোনাভাইরাস মুক্ত রাখতে সৌদি সরকার এবার হজ্জ্ব পালনের জন্য বয়স নির্ধারণ করে দিয়েছে।(১৮ থেকে ৬৫) বৎসর। পূর্বে বয়স নির্ধারণ ছিলো না তাই যে কোন বয়সের মানুষ হজ্জ্ব পালন করতে পারতেন। বেশীর ভাগ মানুষই বেশী বয়সে হজ্জ্ব পালন করতেন। কিন্তু ২০২১ সালে হজ্জ্ব পালনের জন্য বয়স নির্ধারণ করে দিয়েছে এবছর ৬৫ বয়সের উর্ধে কেউ হজ্জ্ব পালনে যেতে পারছেন না।
এছাড়া উমরাহ পালনে ও ৫০ বৎসর বয়স নির্ধারণ করে দিয়েছে।৫০ বৎসরের উর্ধে কেউ উমরাহ পালনে যেতে পারছেন না।উমরাহ পালনে ও কভিড-১৯ এর সকল নিয়ম যথাযথো ভাবে পালন করতে হবে। সেই সাথে ৮ থেকে ১৩ দিনের মধ্যে উমরাহ পালন শেষ করে স্ব স্ব দেশে ফিরে আসতে হবে।
১৮ বছরের নিচের শিশু এবং মহিলা দের জন্য রয়েছে ইসলামী শরিয়ত সম্মত অভিবাবকদের সাথে থাকতে হবে।অভিবাবক ছাড়া কোন শিশু এবং মহিলা উমরাহ এবং হজ্জ্ব পালন করতে পারবেন না।
সেই সাথে রয়েছে কভিড-১৯ এর বিধিনিষেধ। অবশ্যই ভ্যাকসিন দেওয়া, কভিড টেস্ট নেগেটিভ সার্টিফিকেট ,মুখে মাক্স, হাত সেনিটাইজার, সামাজিক দূরুত্ব ভিন্ন ভিন্ন নিয়ম গুলিতো আছেই।এছাড়া সৌদি সরকার কর্তৃক নির্ধারিত এজেন্সীর মাধ্যমে গ্রহন করা। এবং সৌদি আরবে প্রবেশের পর ৭২ ঘন্টা অবজারভেশন থাকা এবং করোনা টেস্ট করার পর মক্কা মদিনা প্রবেশ করার অনুমতি। কোন অবস্থাতেই করোনা আক্রান্ত কাউকে পবিত্র হ্যারাম শরীফে প্রবেশ এবং কাবা শরীফে জেয়ারতের অনুমতি দেওয়া হবে না।
প্রতি বছর প্রায় ২.১ বিলিয়ন মুসলিম সৌদি আরবে হজ্জ্ব এবং উমরাহ পালনে করতে আসেন।এর মধ্যে ১.৮ বিলিয়ন মুসলিম হজ্জ্ব পালন করেন। কিন্তু এইবার বয়স নির্ধারণ করে দেওয়ার ফলে অনেক ধর্মপ্রান মুসলিম হজ্জ্ব পালন থেকে বন্চিত হবেন।
সৌদি সরকারের হেল্থ মিনিস্টার ড: তাউফিক আল- রাবিয়াহ বলেন,” হজ্জ্ব এবং উমরাহ পালনের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে এর উর্ধ বয়সের কেউ হজ্জ্ব এবং উমরাহ পালন করতে পারবেন না।হজ্জ্ব পালনের জন্য ৬৫ বছর এবং উমরাহ পালনের জন্য ৫০ বছর,”।
এই নিয়ম সবার জন্য সমান। এই নিয়মের সুফলতা আসলে নিয়মটি পারমানেন্ট করা হতে পারে।কেননা বৃদ্ধ বয়সে হজ্জ্ব পালন করতে এসে অনেকেই অসুস্থ্য হয়ে পরেন।এমনকি অনেক মৃত্যুর বরণ করেন।সবার সুরক্ষার জন্যই সৌদি সরকার এই নিয়ম চালু করতে যাচ্ছে।
এই বছর হজ্জ্ব পালন হবে ১৭ই জুলাই থেকে ২২শে জুলাই ২০২১।তবে (CBHUK) র সকল তথ্যে ভিত্তিতেই হজ্জ্ব পরিচালিত হবে।
ইসলামের ৫ টি স্তম্ভের কলেমা, নামাজ, রোজা, হজ্জ্ব এবং জাকাত। এরমধ্যে অন্যতম হজ্জ্ব কেননা এখানে শারীরিক ও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে। বয়সসীমা ৬৫ বছর করার কারনে অনেক মুসলিম হজ্জ্ব পালনের মত একটি গুরুত্ব পূর্ন ইবাদত থেকে বন্চিত হবেন।