সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত ।

গত ২৫ জুলাই রবিবার পূর্ব লন্ডনের ১৩৫ নম্বর কর্মাশিয়াল স্ট্রিটের একটি হলে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। দুটি পর্বে অনুষ্ঠিত সভায় প্রথম পর্বে সংগঠনের এ জি এম অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কবি ময়নুর রহমান বাবুলকে সভাপতি, কবি এ কে এম আব্দু্ল্লাহকে সাধারণ সম্পাদক ও লেখক আনোয়ার শাহজাহানকে কোষাধক্ষ করে ২৬ সদস্যবিশিষ্ট নিম্ন লিখিত নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।সভাপতি- কবি ময়নুর রহমান বাবুল, ভাইস চেয়ার: কবি কাজল রশিদ, সাংস্কৃতিক কর্মী নুরুল ইসলাম এবং লেখক আবুল কালাম আজাদ ছোটন, সাধারণ সম্পাদক- কবি এ কে এম আব্দুল্লাহ, সহ- সাধারণ সম্পাদক- কবি এম মোসাইদ খান ও সংস্কৃত কর্মী স্মৃতি আজাদ।
কোষাধক্ষ- লেখক আনোয়ার শাহজাহান, সহকোষাধক্ষ- কবি মো: মুহিদ, সাংগঠনিক সম্পাদক- প্রেজেন্টার মোস্তফা জামান চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক- মো: ইকবাল,মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারী কবি সাংবাদিক জুয়েল রাজ,ফান্ডরাইজ সেক্রেটারী- কবি শরিফুজ্জামান,ইভেন্ট সেক্রেটারী- টিভি প্রেজেন্টার হেনা বেগম,ইসি সদস্য- লেখক ফারুক আহমেদ, কবি ইকবাল হোসেন বুলবুল,কবি আতাউর রহমান মিলাদ,কবি আবু মকসুদ,ছড়াকার আবু তাহের,ছড়াকার সাহাদত করিম,ছড়াকার সৈয়দ হিলাল সাইফ,কবি শামিম আহমদ,কবি ফারাহ নাজ,গল্পকার সাগর রহমান, কবি সাইম উদ্দিন খন্দকার, সাংবাদিক রহমত আলী। নির্বাচন পরিচালনা করেন নাট্যভাস্কর ও লেখক ড. মুকিদ চৌধুরী, নাট্যকার ও সাংস্কৃতিক কর্মী নুরুল ইসলাম এবং কমিউনিটি ব্যক্তিত্ব লেখক আবুল কালাম আজাদ ছোটন।
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মধ্যদিয়ে নির্বাচিক কমিটি আগামী দিনে আরো সুন্দর ভাবে সংগঠন পরিচালনা করবেন।