| | |

শিশুদের সাথে নিয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবের ২১উৎযাপন।


লন্ডন বাংলা প্রেস ক্লাবের একুশে উদযাপন :
বিলেতের বাংলা সাহিত্য নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা, প্রথমবারের
মত ক্লাব সদস্যদের সন্তানদের জন‍্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা

লন্ডন, ২৪ ফেব্রুয়ারি ২০২৫: লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিলেতে বাংলা সাহিত্য নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা ও প্রথমবারের মতো ক্লাব-সদস্যদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায় বক্তারা সন্তানদের বাংলা শেখাতে পরিবারের সদস্যদের উৎসাহিত করতে আহবান জানান । তাঁরা বলেন ভাষা শিক্ষার ক্ষেত্রে সন্তানরা যাতে বাংলা পছন্দ করে এ ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে হবে । তাছাড়া, বিলেতে বাংলা সাহিত্যচর্চা মূল ধারায় হওয়া উচিত বলে মন্তব্য করেন । তাঁরা বলেন, যারা বাংলা বই লিখছেন তারা তাদের গ্রন্থগুলো ইংরেজিতে অনুবাদ করে তা বৃটেনের মুলধারার সাহিত্যাঙ্গনে তুলে ধরতে পারেন ।
২৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোরে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক ফারুক আহমদ । আলোচক ছিলেন বিবিসি সাংবাদিক ও লেখক মিজানুর খান এবং কবি ও সাংবাদিক মিলটন রহমান। আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান।

মুল আলোচনা পর্বের আগে ক্লাব সদস্যদের সন্তানদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা। এতে ১৭জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে । দুই গ্রুপে বিভক্ত করে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিষয় ছিলো ‘আমার বাংলাদেশ’। মাত্র আধঘন্টার মধ্যে শিশুরা বাংলাদেশ নিয়ে চমৎকার সব চিত্র অংকন করে তাক লাগিয়ে দেয় । বিচারকমন্ডলীর বিচারে দুইগ্রুপে ৩ জন করে ৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয় । এ-গ্রুপে প্রথম স্থান অর্জন করে সাংবাদিক এনাম চৌধুরীর কন্যা তাইবা জান্নাত চৌধুরী, বি গ্রুপে প্রথম স্থান অর্জন করে ক্লাবের সদস্য মুহাম্মদ রহিমের মেয়ে আমিলিয়া রাহিম। পরে বিজয়ী ও অংশগ্রহণকারি সকলের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
চিন্ত্রাংকন প্রতিযোগিতার সার্বিক তত্তাবধানে ছিলেন ক্লাবের ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রূপি আমিন। বিচারক প্যানেলে ছিলেন, ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা ও নির্বাহী সদস্য শাহিদুর রহমান সোহেল।
উল্লেখ্য, অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক লেখক ও গবেষক ফারুক আহমদের এ পর্যন্ত ১৬টি বই প্রকাশ হয়েছে । সাংবাদিক মিজানুর খানের বেরিয়েছে দুটো বই। তাঁর প্রথম বই ‘সোনার পরমতলা’। দ্বিতীয় বই ‘সাদা জ্যাকেট’ বেরিয়েছে এবারের একুশের বইমেলায়।
চ্যানেল এস-এর বার্তা প্রধান কবি ও লেখক মিলটন রহমানের বইয়ের সংখ্যা ১২টি। অধিকাংশ বইই বাংলাদেশের সেরা প্রকাশনী থেকে বেরিয়েছে।


Similar Posts