লরি ড্রাইভারদের জন্য দ্রুত ভিসা দেওয়ার স্কীম চালু করছে বৃটিশ সরকার।

মো: রেজাউল করিম মৃধা।
ব্রেক্সিট এবং করোনাভাইরাস মহামারির কারনে শ্রমিক সংকট চলছে বৃটেনে। স্কীল ওয়ার্কার বা দক্ষ শ্রমিক অভাব তো আছেই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন লরি ড্রাইভারের। এই লরি ড্রাইভারদের অভাবে খাদ্য দ্রব্য সহ বর্তমানে মহা সংকটে তেল কম্পানী বা পাম্প গুলি। লরি ড্রাইভারের অভাবে ভেংগে পরেছে পাম্প তেল নেওয়া আনা।পাম্প গুলিতে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন ও অপেক্ষা পর তেল নিতে হচ্ছে প্রতিদিন।
লরি ড্রাইভার সংকটে ব্রিটেন। ড্রাইভারের অভাবে সমগ্র দেশে খুচরা বিক্রেতাদের কাছে নিত্যপণ্য পৌঁছানো যাচ্ছে না। এমনকি পেট্রল পাম্পগুলোয় পর্যাপ্ত তেলও সরবরাহ করা যাচ্ছে না। পাম্পগুলোয় মোটরিস্টদের দীর্ঘ লাইন দেখা গেছে, তাদের রেশনিং করে জ্বালানি দেওয়া হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর গাড়িতে তেল নিতে হচ্ছে।
পাম্পে তেল না থাকায় অনেক পাম্প বন্ধ করা হয়েছে। যেসব পাম্পে তেল আছে সেখানে দীর্ঘ লাইন কোন কোন পাম্পে তেল নেওয়া কে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনাও ঘটছে।
যুক্তরাজ্যের রোড হাউলেজ অ্যাসোসিয়েশন (আরএইচএ) এর পক্ষ থেকে বলা হচ্ছে,” ব্রিটেনে প্রায় ১০ লাখ চালকের অভাব রয়েছে। ব্রেক্সিট এবং করোনা মহামারির কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
চালকের ঘাটতি দূর করা না গেলে ক্রিসমাস উৎসব কেনাকাটার আগে বড় সমস্যা দেখা দেবে, খুচরা বিক্রেতারা সতর্ক করে বলেছেন। তবে দেশটির সরকার ঘাটতি মেটাতে ১০৫০০ হাজার ভারী লরি ড্রাইভার জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে। একইসঙ্গে সাড়ে ৫ হাজার পোলট্রি কর্মীও আনা হচ্ছে বিদেশ থেকে।
ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের খাদ্য ও স্থায়িত্ব বিষয়ক পরিচালক অ্যান্ড্রু অপি বলেছেন, ৫ হাজার ভিসার সীমা বর্তমান ঘাটতি দূর করতে খুব কম কাজ করবে। শুধুমাত্র সুপার মার্কেটগুলো অনুমান করেছে, তাদের ব্যবসার জন্য কমপক্ষে ১৫ হাজার ভারী ট্রাক ড্রাইভার প্রয়োজন।
ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট সাপস বলেন,” খ্রিস্টামাস এর পূর্বেই এই সব ড্রাইভারদের নিয়োগ দেওয়া হবে। স্বল্প সময়ের মধ্যেই ভিসা দেওয়া হবে। যে কোন কম্পানী বা ব্যাক্তিগত ভাবেও ড্রাইভারের জন্য আবেদন করতে পারবেন।শুধু মাত্র কুয়ালিফাইড বা দক্ষ লরি ড্রাইভাররা আবেদন করে অতি দ্রুত আসতে পারবেন,”।