লন্ডনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ।

বাংলাদেশে গুম, খুন ও আয়নাঘরের নৃশংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
মানবাধিকার সংগঠন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে এর উদ্যোগে গত কাল পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশে পিলখানা বিডিআর হত্যাকাণ্ড, গুম, ছাত্র গনহত্যা ও আয়নাঘরের নৃশংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমদ চৌধুরীর সভাপতিত্বে রায়হান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস এর কালচারাল সেক্রেটারী মো সামছুদোহা মনজু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার ব্যারিষ্টার সাইফুদ্দীন খালেদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল ইসলাম মাহমুদ,মানবাধিকার সংগঠক এম সফুর রহমান পরাভেজ,নিরাপদ বাংলাদেশ চাই লন্ডনের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী মাফুজ আহমদ চৌধুরী, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস এর ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারী আহমদ আলী,মানবাধিকার সংগঠক জামিল ভূঁইয়া, ছাত্র নেতা মোহাম্মাদ আমিন উদ্দিন, মানবাধিকার কর্মী তাজুল ইসলাম।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ৫ই আগষ্ট নতুন বাংলাদেশের জন্ম হয়েছে কিন্তু দূর্ভাগ্যের বিষয় যে সমস্ত শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে,যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে,
গণ-অভ্যুত্থানের ৬ মাস পর এসে সেই গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আশা হয়নি।এভাবে যদি বাংলাদেশ গুম,খুন, গণহত্যার বিচার না করেন খুনীরা সুযোগ পেলে আবার রক্তের হোলি খেলায় মেতে উঠবে।
আজকের সমাবেশে থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সাহেবের কাছে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ও ব্রিটিশ বাংলাদেশীদের দাবী হচ্ছে, আওয়ামী ফ্যাসিবাদী আমলের ১৬ বছরে যে গুম, খুন, গনহত্যা, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই নৃশংসতায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার আহবান জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজ কর্মী মোহাম্মদ আলী, মাহিন আহমদ, আবির আহমেদ,
জাহেদুল চৌধুরী,আবুল কালাম আজাদ,মাওলান নিজাম উদ্দিন,মোহাম্মদ মাহিম আহমেদ,আরিফ আহমেদ, জাহেদ আহমেদ, এবাদুর রহমান, শাহিন আহমেদ সহ আরো অনেক।