| | |

লন্ডনে ক্রাইম ও ড্রাগ ইস্যু নিয়ন্ত্রনে পুলিশ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুস্ঠিত।


মংগলবার ৪ জুলাই ইসেট ল্ন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবের অফিসে পুলিশ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের কর্মকর্তাদের বর্তমান বিভিন্ন ইস্যু নিয়ে এক মতবিনিম সভা অনুস্ঠিত হয়।

সভায় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন।

Police officers attended LBPC today

Pete Davey (Media & Comms Manager)

PC Holly Connock (Local Media & Comms officer

PS Rafi Joney

লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত থেকে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সভাপতি- মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সব সভাপতি- রহমত আলি, সাধারন সম্পাদক – তাইসির মাহমুদ, ট্রেজারার- সালেহ আহমেদ, এ্যাসিসটেন্ট ট্রেজারার- এম এ কাইয়ুম, মিডিয়া এ্যান্ড আইটি সেক্রেটারি – এম এ হান্নান, ইভেন্ট এ্যান্ড ফ্যাসেলিটি সেক্রেটারি- মোঃ রেজাউল করিম মৃধা, এক্সিকিউটিভ মেম্বার-আহাদ চৌধুরী বাবু ও সারোয়ার হোসেন।


Similar Posts