| |

যুক্তরাজ্যে নতুন ভ্যারিয়েন্ট Mu এ আক্রান্ত অর্ধশত।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ করোনাভাইরাস মহামারির আক্রান্ত পিছু হঠছেনা কিছুতেই।একের পর এক রুপ পাল্টাচ্ছে এবং নতুন ভাবে আক্রান্ত করছে।ভ্যাকসিন আবিস্কৃত হয়ে বিশ্বের সব দেশেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে তবে কভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য সবার শীর্ষে। প্রথম ডোজ প্রায় সকল বয়স্ক মানুষ পেয়েছেন। দুইটি ডোজও অনেকেই নিয়েছেন। শুরু হচ্ছে বোস্টার ডোজ বা তৃতীয় ভ্যাকসিন।

তারপরও করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট আসায় নতুন করে সংশয় সৃস্টি হচ্ছে।চীনের উহান থেকে শুরু করে ডেল্টা ভ্যারিয়েন্ট, আফ্রিকান ভ্যারিয়েন্ট, ক্যান্ট ভ্যারিয়েন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিছুটা নিয়ন্ত্রনে এলেও নতুন ভ্যারিয়েন্ট “মু” সবাইকে ভাবিয়ে তুলেছে।

ইতিমধ্যেই যুক্তরাজ্যে ৫৩ জন মু ভ্যারিয়েন্ডে আক্রান্ত রুগী সনাক্ত হয়েছে।

লন্ডনে ২৩জন,

ইস্ট ইংল্যান্ডে,৭জন সাউথ এ ৬জন

স্কটল্যান্ডে ২জন সহ অন্যন্য শহরেও পাওয়া গেছে।

বিশ্বের ৪২টি দেশে ৪৩১৫ জন সনাক্ত হয়েছে। আমেরিকাতে ১৭৫০ জন । কলম্ব থেকে গত জানুয়ারিতে মু উৎপত্তি হয়ে বিশ্বের প্রায় ৪২ টি দেশে এই ভ্যারিয়েন্ট দাপোর্টের সাথে ঘুরে বেড়াচ্ছে।

এ পাবলিক হেল্থ অফ ইংল্যান্ডের সোর্স বলছে মু শক্তিশালী ভ্যারিয়েন্ট তবে আক্রান্তের সংখ্যা অনেক কম। Mu ভ্যারিয়েন্টের জন্য ভ্যাকসিন কতটা কার্যকর সেটা পর্যবেক্ষন করছেন গবেষকরা।

সবাইকে শতর্ক থাকতে হবে।

সুত্র:- মেট্রো


Similar Posts