| | |

মানিকগঞ্জে নির্মিত হতে যাচ্ছে আধুনিক Cancer Care Village.


ক্যান্সার কেয়ার সার্ভিসে বাংলাদেশে
মানিকগঞ্জের সিঙ্গাইরে বাংলাদেশের প্রথম আইকনিক কেয়ার সার্ভিস চালু করলো দাতব্য সংস্থা বানকাট। ক্যান্সার আক্রান্ত রোগীদের যারা এ মরণব্যাধি নিয়ে জীবনের শেষ দিন গুলো পরিবার কিংবা স্বজনদের কাছ থেকে নানা কারণে সেবা থেকে বঞ্চিত তাদের সেবার দিতে বানকাট চালু করেছে বাংলাদেশে প্রথম পারিবারিক আবহের এই কেয়ার সার্ভিস। বানকাট এর এই কেয়ার সার্ভিস ক্যান্সার রুগীদের সার্বিক সেবায় উন্নত যে কোনো দেশের কেয়ার হোমের চেয়ে কোনো ভাবেই কম নয় বলে জানিয়েছেন বানকাট সংশ্লিষ্টরা। ১৭ আগস্ট রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্যা প্রেস এন্ড ডিনার অনুষ্ঠানে বক্তারা বলেন, বানকাট দেশের ক্যান্সার আক্রান্ত রুগীদের চিকিৎসা হাসপাতালে দেয়ার মতো বিশেষায়িত হাসপাতাল যেমন নেই,তেমনি হাসপাতাল থেকে সাময়িক ছাড় পাওয়ার পর বিশেষায়িত কোনো কেয়ারহোম না থাকায় রুগীরা সেবা থেকে বঞ্চিত হন বিভিন্ন ভাবে। এ ক্ষেত্রে অনেক রোগীদের পরিবারে কিংবা ব্যক্তি জীবনে সেবা করার মতো কেউ না থাকা কিংবা বয়সের কারণে পরিবারে সেবা দেয়ার মতো কেউ না থাকায় সেবা বঞ্চিত হন। বানকাট ক্যান্সার রোগীদের সেবার প্রত্যয় নিয়ে দেশের প্রথম বিশেষায়িত কেয়ার হোম সেবা কার্যক্রম শুরু করেছে।মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বানকাট উদ্যোক্তা ও বক্তারা মানবিক এ কার্যক্রমে দেশ এবং প্রবাসের সকল সচেতন ও মানবতাবাদীদের এগিয়ে আসার আহবান জানান।
ফ্রেন্ডস অব বানকাটের আহবায়ক বিশিষ্ট সমাজসেবী মাকসুদ খান বাবুলএর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানকাটের ফাউন্ডার এন্ড এক্সেকিউটিভ ডিরেক্টর নাজমুস আহমেদ আলবাব বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বিয়ানী বাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সুহেল খান, সিইও সাহাব উদ্দিন আহমেদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, ক্রয়েডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, বিসিএর প্রেসিডেন্ট অলি খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, একাউন্টেন্ট আব্দুর রাজ্জাক, কমিউনিটি ব্যক্তিত্ব পারভেজ রশিদ, মতিউর রহমান খুকন, ইঞ্জিনিয়ার আহমেদ হোসাইন মুকুল, সিনিয়র সাংবাদিক
আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন বাংলা প্রেসক্লাবের এসিস্টেন্স সেক্রেটারি রেজাউল করিম মৃধা, জুয়েল জামান প্রমুখ।


Similar Posts