| | |

মতবিনিময় সভা।


হিউম্যান কনসার্ন ইউএসএ’র নির্বাহী প্রধান মাসুম মাহবুব এর সাথে মতবিনিময় সভা অনুস্ঠিত

সম্প্রতি হিউম্যান কনসার্ন ইউএসএ’র নির্বাহী প্রধান মাসুম মাহবুব লন্ডনে সফরে আসলে রোববার দুপুর ২টায় বারকিং রোডের কফি হাটে বিলেতে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভা অনুস্ঠিত হয় । এতে সাংবাদিক ড.আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক সাঈদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের চেয়ার ও ফার্স্ট সিটিজেন কাউন্সিলর রহিমা রহমান , বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী , নিউহাম কাউন্সিলের কাউন্সিলর মুজিবুর রহমান জসিম , সাংবাদিক মাতিয়ার চৌধুরী , রহমত আলী , জিলানী রহমান, রেজাউল করিম মৃধা , সাজিদুর রহমান , আশরাফুল হক রানা , মিফাতুল নুর , রুনা লায়লা প্রমূখ । সভায় মাসুম মাহবুব উনার এনজিও সম্পর্কে ধারণা দেন এবং উনাদের চলমান কাজ সম্পর্কে অবহিত করেন । উপস্হিত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করলে তিনি তীর উত্তর দেন ও উনাদের প্রতিস্ঠানের চ্যারিটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে ইউকেতে এবং খুব শীঘ্রই এই এনজিও এর কাজ এখানে শুরু হবে বলে আশ্বাস দেন ।


Similar Posts