| |

ব্রিটেনে হাউজিং সমস্যা সমাধানে লেবার পার্টি প্রথম প্রাধান্য।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনে লেবার পার্টির রয়েছে দেশ পরিচালনার অনেক বার্নাড ইতিহাস।ক্ষমতার পালা বদলে বর্তমানে বৃহৎ এবং প্রধান বিরোধী দল।জাতীয় নির্বাচন কিম্বা স্থানীয় নির্বাচনে সব সময়ই হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। অনেক সময় খুবই কম ভোটের ব্যাবধানে ছিট না পেলেও রয়েছে জনসাধারনের বিশাল সমর্থন।

জাতীয় বাজেট থেকে শুরু করে যে কোন ইসুতে সমালোচনার ঝড় তোলেন লেবার দলের লিডার,এমপি এবং শেডো মন্ত্রীরা। দিয়ে থাকেন দেশের মংগলের জন্য জনসাধারনের জন্য অনেক মতামত কর্মসূচী সেই সাথে তুলে ধরেন তাদের পরিকল্পনার কথা।

বর্তমানে ব্রিটেনের হাউজিং সমস্যা সমাধানের জন্য এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরে তা কি ভাবে বাস্তবায়ন হবে সেই বাস্তবায়নের পথ গুলিও তুলে ধরা হয়েছে।

লেবার শেডো হাইজিং সেক্রেটারি লুসি পাউল বলেন,” হাউজিং সমস্যা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে বড় সমস্যা এই সমস্য একদিনে সমাধান সম্ভব না হলেও দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এর সমাধান করতে হবে,”।

লেবার পার্টির পরিকল্পনায় রয়েছে

১/ শতকরা ৫০% পারসেন্টপুরাতন বাড়ি ঘর মেরামত করে সেগুলিকে বসবাসের যোগ্য করে তুলতে হবে।অনেক বাড়ি আছে যেগুলি এখন বসবাসের যোগ্য নয়। সেই সব বাড়িঘর গুলি মেরামত করতে হবে।

২/ প্রথম বাড়ির মালিক বা ফাস্ট বায়ারের জন্য ডিস্কাউন্ডের ব্যাবস্থা করতে হবে। তাদের ওনারশীপ দিতে হবে প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিয়ে হলেও ফাস্ট টাউম বায়ার দের বাড়ি কেনার জন্য উৎসাহিত করতে হবে।যাতে সামান্য ডিপোজিটে কারা বাড়ি কিন্তে পারেন।সেই সাথে ব্যাংক গুলিকে সহজে মর্গেজ দেওয়ার ব্যাবস্থা করতে হবে।

৩/ নতুন নতুন বাড়ি ঘর নির্মান করতে হবে। এবং সেগুলি হবে সহনীয় পর্যায়ের দামে যাতে সবাই কিন্তে পারেন।

৪/ বেতনের শতকর ৩০% পারসেন্ট ভাড়া নির্ধারণ করা ।এফেডেবল রেন্ট বা কাজের বেতনের উপর নির্ভর করে বাডির ভাড়া নির্ধারণ করতে হবে।যাতে সবাই ভাড়া দিয়েও তাদের পরিবার নিয়ে বসবাস করতে পারেন।

৫/ বর্তমানে লরি ড্রাইভারদের বা শ্রমিকদের যে সমস্যা সৃস্টি হয়েছে এর অন্যতম কারন হচ্ছে বাড়ি ভাড়া। অনেক শ্রমিক আছেন তাদের বেতনের সিংহ ভাগই খরচ হয়ে থাকে বাড়ি ভাড়ায়।

ব্রিটেনে শ্রমিকদের সমস্যা সমাধানের পূর্বে তাদের থাকার ব্যাবস্থা অত্যান্ত জরুরী। শ্রমিকদের থাকার ব্যাবস্থা সুনিশ্চিত হলে শ্রমিক সংকট থাকবে না।

লেবার পার্টির লিডার স্যার ক্যায়ার স্টারমার্ক সরকারের কঠোর সমালোচনা করে বলেন,” সরকার সুন্দর,সুস্ঠ এবং সময় উপযোগী পদক্ষেপ নিতে ব্যার্থ হয়েছে। যার জন্য আজ ব্রিটেনে খাদ্য দ্রব্য এবং কেল সহ সব কিছু ঘাটতি দেখা দিয়েছে এর জন্য ভুক্তভোগী হচ্ছেন জনসাধারন,”।


Similar Posts