ব্রিটেনে যাত্রীদের ভ্রমনে নিয়ম আরো কঠিন,
৭ই ডিসেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে।

মো: রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ মহামারির নতুন আতংকের নাম ওমিক্রন ভ্যারিয়েন্ট।এই ভ্যারিয়েন্ট বৈকল্পিক ভাবে ছড়িয়ে পড়া বন্ধ করতে ব্রিটেনে ট্রাভেল নিয়ম আরও কঠিন হচ্ছে।নতুন নিয়মে ব্রিটেনে যাওয়া ভ্রমণকারীদের তাদের প্রস্থানের আগে একটি কোভিড পরীক্ষা করতে হবে।নিয়মটি নতুন আগতদের পাশাপাশি ছুটি থেকে ফিরে আসা বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আগামী ৭ই ডিসেম্বর মঙ্গলবার ভোর ৪টা থেকে কার্যকর হবে।ভ্যাকসিনেশন স্ট্যাটাস নির্বিশেষে, প্রস্থানের সময়ে সর্বাধিক ৪৮ ঘন্টা আগে পরীক্ষা করতে হবে।
হেল্থ সেক্রেটারি সাজিদ জাভিদ বলেন,” ভ্রমণের সাথে যুক্ত সংক্রমণের সংখ্যা বৃদ্ধির কারণে নিয়ম কঠোর করা হচ্ছে। নতুন ওমিক্রন ভ্যারিয়েনিট থেকে জনসাধারন কে সুরক্ষার জন্যই কঠোরতা করা হচ্ছে। ইউকে হেল্থ সেক্রেটারি এজেন্সির তথ্য মতে ২৬ জন নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ও ইউকে জুরে ১৬০ জন রোগী আছে বলে ধারনা করা হচ্ছে।ভ্রমনের পূর্বে পিসিআর টেস্ট সবার জন্য বাধ্যতামূলেক,”।
এই ওমিক্রন ভ্যারিয়েন্ট নতুন নিয়মে
১/ ১২ বছরের উপরের সকল যাত্রীদের কভিড পিসিআর টেস্ট লাগবে।
২/ যাত্রী ব্রিটেনে ফেরত আসার পর ১০ দিনের সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।
৩/ রেড লিস্টে নাইজেরিয়ার নাম সংযুক্ত হয়েছে। লাল তালিকার দেশের যাত্রীরা ব্রিটেনে প্রবেশ করলে ১০ দিনের হোটেল কুরাইনিটাইনে থাকতে হবে।
এতে প্রতিজনের খরচ £২২৮৫ পাউন্ড,
১১ বৎসরের উপরের শিশুদের ££১৪৩০ পাউন্ড এবং
১১ বৎসরের নিচের শিশুদের £৩৫০ পাউন্ড।
৪/ ভ্যাকসিনের উভয় ডোজ দেওয়া ছাড়া কোন যাত্রী ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না।
৫/ ভ্যাকসিন পাসপোর্ট বা এনএইচএস সার্টিফিকেট থাকতে হবে।
ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে ব্রাজিল, হংকং, ইন্ডিয়া, পাকিস্তান এবং তুর্কী নাগরিকদের বিশেষ নজর দারীতে রাখা হচ্ছে। এই সকল দেশের যাত্রীদের অবশ্যই ভ্যাকসিনের দুই ডোজ ভ্যাকসিন থাকতে হবে।