ব্রিটেনে-ঘরোয়া পার্টি করলে এবং
মুখে মাক্স না পরে বের হলেই জরিমানা।

মো: রেজাউল করিম মৃধা।
করোনাভাইরস মহামারি মোকাবেলায় ব্রিটেনে লক ডাউন চলছে তবে অনেকেই লক ডাউনে সরকারের দেওয়া বিধিনিষেধ গুলি মেনে চলছেন না । যে সব ব্যাক্তি সরকারের বিধিনিষেধ অমান্য করবেন তাদেরকে বৃহৎ অংকের জরিমানা দিতে হবে ঘোষনা দিয়েছেন, হোম সেক্রেটারি প্রিতি প্যাটেল।
হোম সেক্রেটারি প্রিতি প্যাটেল বলেন,”ব্রিটেনের , ট্রেনে, বাসে, আন্ডারগ্রাউন্ডে, মার্কেটে মার্ক্স ছাড়া প্রবেশ করলে এক কথায় ঘর থেকে মাক্স ছাড়া বের হলেই £২০০ থেকে £৬৪০০ পাউন্ড এবং ঘরোয়া পার্টি করলে £৮০০ পাউন্ড জরিমানা দিতে হবে,”।
লকডাউনের সময় করোনা বিধিনিষেধের নতুন নিয়মে আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে ১৫ জনের বেশি লোকের ঘরোয়া পার্টিতে অংশ নিলে ৮০০ পাউন্ড জরিমানা করা হবে।
একই অপরাধ পুনরায় করলে উক্ত ব্যক্তিকে প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ ৬ হাজার ৪০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে।
বৃহস্পতিবার টেন ডাউনিং স্ট্রিটে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হোম সেক্রেটারী প্রীতি পার্টেল। তিনি জানান খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ম ভঙ্গ করছে।তাদের কে অবশ্য জরিমানা দিতে হবে। সেই সাথে করোনাভাইরস মোকাবেলায় সবার সহযোগিতা আশা করেন।
বর্তমানে ইংল্যান্ডে কেউ অবৈধভাবে ইন্ডোর পার্টিতে জমায়েত হলে তাকে ২০০ পাউন্ড জরিমানা করা হচ্ছে। কেউ তাড়াতাড়ি পরিশোধ করলে তা ১০০ পাউন্ড। তবে আগামী সপ্তাহ থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
বর্তমানে ৩০ জনের বেশি লোকের পার্টি করলে আয়োজককে ১০হাজার পাউন্ড জরিমানা করা হচ্ছে।
এদিকে মে মাসের আগের লকডাউন শিথিল করা হলে আবারো সংক্রমন বাড়বে করোনা, সর্তক করেছেন বিজ্ঞানীরা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এখনো নিশ্চিত করে বলেননি কবে লকডাউন প্রত্যাহার করা হবে। করোনাভাইরস মহামারির প্রকট নিয়ন্ত্রনে না এলে লক ডাউন আরো সময় বর্ধিত করা হবে। করোনার পরিস্থিতির উপর নির্ভর করেই লক ডাউন চলবে।
লক ডাউন কবে তুলে নেওয়া হবে সেটা আসলে সময়ের ব্যাপার তবে আমাদের সবাইকে সরকারের সকল নিয়ম এবং বিধিনিষেধ গুলি মেনে চলতে হবে।