| |

ব্রিটেনে ওমিক্রন মোকাবেলায়,৮টি নাইটএ্যংগেল হাসপাতাল তৈরি করছে সরকার এবং অর্ডার দিয়েছে ৪ হাজার নতুন বেড।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনে বুধবার কভিড-১৯ ওমিক্রন ভ্যারিয়েন্টে মৃত্যু ৫৭ জন এবং নতুন করে ১ লাখ ৮৩ হাজার ৩৭ জন আক্রান্ত হওয়ার পর সরকার এবং এনএইচএস ওমিক্রন সুনামির সাথে তুলনা করছে।

বিশেষগরা মনে করেন ওমিক্রন মোকাবেলার জন্য সরকারকে আরো শতর্কতা অবলম্বন গ্রহন করতে হবে। বুধবার ১০,৪৬২জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন এত বেশী রোগী ভর্তি হলে হাসপাতাল গুলিতে স্থান সংকুলান সম্ভব হবে না বলে সরকার প্রেস্টন, লিডস,বারমিংহাম, আসফোর্ট, ব্রিস্টল, স্টেভেনাস, লেইস্টার এবং লন্ডন সহ ৮টি অস্থায়ী নাইটএ্যাংগেল হাসপাতাল তৈরির প্রস্তুতি গ্রহন করেছে।

হাসপাতাল বেড সমস্যা সমাধানে ইতিমধ্যে ৪ হাজার নতুন বেড ও অর্ডার দেওয়া হয়েছে।

ওমিক্রন থেকে নিজেদের সুরক্ষার জন্য নতুন বছরের স্বাগত জানাতে থার্টিফাস্ট এর সব ধরনের বড় উৎসব বাতিল করা হয়েছে।

হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ বলেন,”ওমিক্রন মোকাবেলা করতে সরকার এবং এনএইচএস সব ধরনের ব্যাবস্থা গ্রহন করেছে। জরুরী ভিত্তিতে ৮টি অস্থায়ী নাইটএ্যাংগেল হাসপাতাল তৈরি সহ সকল প্রস্তুতি গ্রহন করেছে,”।


Similar Posts