ব্রিকলেইনে বাংলা টাউন লেখা গেইট এবং মাটির টান ম্যুরাল এর আনুস্ঠানিক উদ্ভোদন।

মোঃ রেজাউল করিম মৃধা।
গতকাল (১৮ মার্চ) শুক্রবার সকাল ১০.৩০ টায় লন্ডনের হাই কমিশন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র, কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডন শহরের বাংলা টাউনে এবার ‘মাটির টানে’ ম্যুরাল ও বাংলায় লেখা সাইন উদ্বোধন করা হয়।
১৯৯৭ সালে স্থাপিত গেইটে সংস্কার শেষে প্রথম বারের মতো বাংলায় সাইন স্থাপনের পাশাপাশি নতুন করে এই এলাকায় ম্যুরাল স্থাপনের ফলে বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
গত ১০ই মার্চ বাংলাদেশী অধ্যুষিত লন্ডন শহরের হোয়াইটচ্যাপেল রেল স্টেশনে বাংলায় সাইন লাগানো হয়।
বৃটেনের মাটিতে কোন স্টেশনে বাংলায় প্রথম সাইন এটি। যদিও বহুবছর ধরে দেশটিতে বাংলায় বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিস্ঠান, পার্ক, রাস্তার নাম বাংলায় লেখা হয়েছে।
লন্ডন শহরের এ বারায় ইংলিশের পর দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা। বাংলা টাউনে ম্যুরাল ও সাইন স্থাপনের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর বছরব্যাপী বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
ব্রিটেনে বাংলাদেশিদের কেন্দ্রস্থল ব্রিকলেনের প্রবেশ মুখে বাংলাদেশি শিল্পী মোহাম্মদ আলী এমবিই মাটির টানে ম্যুরাল তৈরি করেন। বাংলা টাউন গেটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, লন্ডনন্থ বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম, বারার কাউন্সিলর গন এবং ব্যাবসায়ীসহ সব স্তরের মানুষর উপস্থতি ছিলো চোখে পরার মতো।
মাটির টানের আর্টিস্ট মোহাম্মদ আলী বলেন, মূলত ব্রিটিশ বাংলাদেশিদের নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের টান সেটাই ফুটিয়ে তুলেছি এখানে।
ব্রিকলেইনে বাংলা টাউন গেইট এবং বাংলা মোড়াল বাংলাদেশীদের গর্ব এবং অহংকারের প্রতিক।