বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বাষির্ক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও ৩১ বছর উদযাপন অনুষ্ঠিত
বিপুল ট্রাস্টিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় সভা
গত ১৩ জুলাই:রোববার ২০২৫
উৎসবমুখর পরিবেশে ইস্ট লন্ডনের ইমপ্রেশন হলে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট-এর বার্ষিক সাধারণ সভা। রবিবার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক ট্রাস্টির উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপার্সন মাফিজ খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গুলজার খান এবং তাঁকে সহযোগিতা করেন সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ট্রাস্টি মাওলানা আব্দুস শহীদ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আশফাক আহমদ।
স্বাগত বক্তব্যে চেয়ারপার্সন মাফিজ খান ট্রাস্টের সামগ্রিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এরপর সাধারণ সম্পাদক গুলজার খান বিগত বছরের কার্যবিবরণী এবং ট্রেজারার আখলাকুর রহমান আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
সবায় সাবেক সভাপতি ,সাধারণ সম্পাদক ,ট্রেজারার সহ বিপুল সংখ্যক ট্রাস্টি ও ট্রাস্টের সিনিয়র ট্রাস্টিবৃন্দ উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন।
সভায় সরবাততক ভাবে সহযোগিতা করেন সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, সহকারী কোষাধ্যক্ষ হাসানুজ্জামান নুরু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দৌলত হোসাইন এবং কার্যকরী কমিটির সদস্য মুহাম্মদ আবুল হোসাইন মামুন, খালেদ খান, নেছার আলী লিলু, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আব্দুস সালাম ও শেখ মবশ্বির আলীসহ অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ট্রাস্টিরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন বলে জানান।
“আমরা সবাই একই পরিবারের সদস্য এবং আমাদের পরিচয়—আমরা বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের গর্বিত ট্রাস্টি।”
