বাংলাদেশকে লাল তালিকা থেকে বাদ দিয়ে হলুদ তালিকায় যুক্ত করা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মো: রেজাউল করিম মৃধা।
বাংলাদেশকে লাল তালিকা থেকে বাদ দিয়ে হলুদ তালিকায় যুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। যদিও এখনও এই বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষনা ব্রিটিশ সরকার দেয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সময় সকালে নিজ গাড়ি থেকে বসে একটি ভিডিও বার্তায় বলেন, সুখবর, বাংলাদেশকে লাল তালিকা থেকে হলুদ তালিকায় যুক্ত করা হয়েছে।
তিনি এই তথ্য দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে তার লণ্ডন সফর, বাংলাদেশ সরকারের চাপ, লেখালেখির জন্য এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।
এদিকে বাংলাদেশকে লাল তালিকায় বাদ দেয়ার জন্য ব্রিটেন থেকে তামান্না সুলাতানা নামে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েব সাইটে একটি পিটিশন দাখিল করেন। সেই পিটিশনে ১০ হাজার সাইন হওয়ার পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের জিনোম সিকেয়েন্স আপলোড করা প্রয়োজন।
গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছিলো বাংলাদেশসহ আরো ২২টি দেশকে লাল তালিকা থেকে বাদ দিয়ে হলুদ তালিকায় যুক্ত করা হতে পারে।
আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে কোন সময় এই ঘোষনা আসতে পারে। এদিকে ব্রিটিশ মূলধারায় সংবাদ না হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরও প্রবাসী বাংলাদেশীদের মধ্যে লাল তালিকা নিয়ে ধোয়াশা কাটছে না।