| | |

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত।


কীর্তিমান শিক্ষাবিদ এম এ গফুর-এর জীবনীগ্রন্থের জাঁকজমকপূর্ণ প্রকাশনা উৎসব

আজ উদযাপিত হলো সাওদা মুমিন রচিত “কীর্তিমান শিক্ষাবিদ এম এ গফুর” গ্রন্থের প্রকাশনা উৎসব। এ মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. ওয়ারিসুল ইসলাম, আর বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ক্রয়ডনের সিভিক ডেপুটি মেয়র কাউন্সিলর রিচার্ড চ্যাটার্জি।

অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন চ্যানেল এস-এর উপস্থাপিকা হেনা আহমদ।

উক্ত আয়োজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কে. এম. আবু তাহের চৌধুরী, আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, প্রাক্তন প্রভাষিকা রেহানা খানম রহমান, জনাব এম এ গফুরের প্রাক্তন ছাত্র ও সহকর্মী আজিজুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর সৈয়দ আবুল বাশার মাসুম, কাউন্সিলর ফয়জুর রহমান, বিবিটির সভাপতি আবু হোসেন, সাংবাদিক রহমত আলী, বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইসুর মাহমুদ, কাউন্সিলর মনজু হামিদ, প্রাক্তন মেয়র টনি লেটস ওবিই এবং ড. মুমিনুল হক।

উপস্থিত অতিথিরা প্রয়াত এম এ গফুরের স্মৃতিচারণ করেন এবং তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে এরালিয়া বাজার হাইস্কুল ও ব্রিক লেন মসজিদ প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদান, টিলাগড় জামে মসজিদের সম্প্রসারণসহ তাঁর অসামান্য অবদানগুলো আলোচনায় উঠে আসে।

এ ছাড়া, বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী, লেখক আবু সুফিয়ান চৌধুরী, চন্দন মিয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে প্রয়াত এম এ গফুরের বড় ছেলে, ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবীর, তাঁর কন্যা ও গ্রন্থের লেখিকা সাওদা মুমিন এবং কমিউনিটি এক্টিভিস্ট জুবায়ের কবীর অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।


Similar Posts