| | |

প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ,
বৃটেনের রাজনীতির মহাসংকট।


মোঃ রেজাউল করিম মৃধা।

মাত্র ৪৫ দিন দায়িত্ব পালন করে বৃটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন লিজ ট্রাস।

গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরে, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনজন পদত্যাগ করেন। এরপর কনজারভেটিভ পার্টির সদস্যরা তাদের দলীয় নির্বাচনের মাধ্যমে ট্রাসকে দলীয় প্রধান বানান।

নিয়ম অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রী হন। কিন্তু দেড় মাসের মাথায় তার প্রধানমন্ত্রিত্ব চলে গেল। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে ক্ষমতায় গিয়ে কি কি করবেন সে ব্যাপারে অনেক বড় বড় কথা বলেছিলেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে লিজ ট্রাস বৃটিশ পার্লামেন্টের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দিবায়িত্বে ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটে পদত্যাগের ঘোষণা দেন ট্রাস। এরপর তিনি জানান আগামী সপ্তাহে কনজারভেটিভ পার্টির জরুরি নির্বাচনের মাধ্যমে পরবর্তী নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

কে হবেন নতুন নেতা দলটির যিনি প্রধানমন্ত্রী হবেন?

এরিমধ্যে সাবেক মন্ত্রী ক্রিস্পিন ব্লান্ট বর্তমান অর্থমন্ত্রী জেরেমি হান্টকে দলনেতা ও প্রধানমন্ত্রী করতে আহ্বান জানিয়েছেন।

তাছাড়া সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের নামও শোনা যাচ্ছে।

এমনকি বলা হচ্ছে বরিস জনসনকেও ফেরানো হতে পারে।

পদত্যাগ করা পররাষ্ট্রমন্ত্রী সুয়েলাও নেতৃত্ব পাওয়ার তালিকায় আছেন বলে জানা গেছে।

বৃটেনের রাজনীতির মহাসংকটকালের অতিক্রম করে আসবে সুন্দর সকাল।


Similar Posts