প্রতি বছর ৩০০,০০০ নতুন বাড়িঘর নির্মাণের প্রতিশ্রুতি পালনে ব্যার্থ বৃটিশ সরকার।

মো: রেজাউল করিম মৃধা।
বর্তমানে ক্ষমতাসীন দল কন্জারেটিভ দলের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো প্রতিবছর ৩০০,০০০ নতুন এফডেবল বাড়িঘর নির্মাণ এবং ডেলীভারি দেওয়া। কিন্তু সেই প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষা করতে ব্যার্থ বৃটিশ সরকার।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,” আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি বা মেনুফেস্ট ছিলো বছরে ৩০০,০০০ নতুন এ্যাফডাবল বাড়িঘর নির্মাণ এবং বাসিন্দাদের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ডেলিভারি দেওয়া। সরকারের সার্বিক চেস্টা থাকা সত্যেও করোনাভাইরাস মহামারি, ব্রেক্সিট বাস্তবায়ন, শ্রমিক সংকট, এনার্জি দাম বৃদ্ধি সব মিলিয়ে এক আনবেটিক্যাল সিচুয়েশনের কারনে প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয় নাই,”।
সরকারের টার্গেট ৩০০,০০০ নতুন বাড়িঘর নির্মাণ এবং কাউন্সিলের মাধ্যমে হোমলেস এবং ওয়েটিং লিস্টে থাকা বাসিন্দাদের মধ্যে নিয়ম অনুসারে ধারাবাহিক ভাবে বন্টন করা। তবে গত বছর এই কভিড-১৯ করোনাভাইরাস মহামারির মাঝেও ২৪৩,০০০ নতুন বাড়িঘর বা এফডেবল হোম ডেলিভারি দেওয়া হয়েছে। যা গত ৩০ বৎসরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
বিজনেস সেক্রেটারি কাউয়াসী কারটেজ বলেন,” সরকার এনার্জি, স্টিল, মেটাল সহ সব কিছুকে ভর্তুকি দিয়ে যাচ্ছে। গ্লোবাল ভাবে কনস্ট্রাকশন সেক্টরে সমস্যার সৃস্টি হয়েছে,”।
দি পলিসি এ্যান্ড রিচার্স এ্যাট দি ন্যাশনাল হাইজিং ফেডারেশনের ডিরেক্টর – ক্যাটরিন রেডার বলেন,” প্রতিবছর ৩০০,০০০ নতুন বাড়িঘর নির্মাণ এবং মেরামতের সরকারের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস মহামারির কারনে মালপত্র সরবরাহ, স্কীল লেবার সংকট, লকডাউন সহ বিভিন্ন কারনেই সরকারের সেই পরিকল্পনা ও টার্গেটের প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয় নাই,”।