টাওয়ার হ্যামলেট্স কাউন্সিল এন্টিসোসাল বিহেবার রোধে বিশেষ টীমের মাধ্যমে কাজ করছে কাউন্সিল।

বৃহস্পতিবার স্টেপনী পার্কে পুলিশ এবং মেয়র এক আলোচনা সভার মাধ্যমে ক্যাম্পেই শুরু করে।
টাওয়ার হ্যামলেটস্ বারায় অসামাজিক এবং অগ্রহণযোগ্য আচরণ মোকাবেলা করার জন্য এক হাজারটির মত জরিমানা নোটিশ জারি করা হয়েছে। এন্টি সোস্যাল বিহেভিয়ার (এ এস বি) এওয়ার্নেস উইক এর অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটসের স্টেপনী এলাকার শান্ডি পার্কে এক নেটওয়ার্কিং অনুষ্টানে এ তথ্য প্রকাশ করা হয়। এসময় নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও ক্যাবিনেট মেম্বার ফর কমিউনিটিজ সেইফটি কাউন্সিলর আবু তালহা চৌধুরী স্থানীয় কমিউনিটির সাথে কথা বলেন I
সাধারণ মানুষ কথা বলেন পুলিশ, এনফোর্সমেন্ট অফিসারদের (থিও)সহ বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে। পরে তারা স্টেপনি বেনজনসন রোড মার্কেট পরিদর্শন করেন I
এদিকে ১ জুলাই থেকে চলা এন্টি—সোশ্যাল বিহেভিয়ার উইক বা অসামাজিক আচরণ সপ্তাহের আগে সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে ও এএসবি”র রিপোর্ট করার ওপর জোর দেয়া হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যানে জানা যায়, ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত সময়কালে ইউনিফর্ম পরিহিত টহলদানের মোট ঘন্টা ছিলো ১৪,০০০।
এই সময়কালে ৮০০টি মৌখিক সতর্কীকরণ, ২৮০টি লিখিত সতর্কীকরণ এবং ৬০০ টি বিশেষভাবে অসামাজিক আচরণের (এএসবি) জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এছাড়াও ৫০টি নাইট্রাস অক্সাইড জব্দ করা হয় এবং পাবলিক প্লেসে প্রস্রাব করার অপরাধে ১০৫টি জরিমানা, যত্রতত্র ময়লা ফেলার জন্য ৮৫ টি জরিমানা, রাস্তায় লাইসেন্সবিহীন ব্যবসা করার জন্য ১৪৩টি জরিমানা এবং একটি পাবলিক প্লেসে নাইট্রাস অক্সাইড ব্যবহার করার জন্য ১৫৯টি জরিমানা করা হয়েছে।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, বারার মানুষের সেইফটি আমার বড় অংগীকার।
জানান, বারার সার্বিক নিরাপঙ্কা ব্যবস্থা আরো উন্নত ও সুসংহত করতে নতুন করে ৪১ জন এনফোর্সমে- অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে টাওয়ার হ্যামলেটস্ এনফোর্সমেন্ট টিমকে ৭০ জনে উন্নীত করাসহ পর্যায়ক্রমে অন্তত ৩৩ জন অতিরিক্ত পুলিশ নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।
লিড মেম্বার ফর কমিউনিটিজ সেইফটি
কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেছেন, “আমাদের অনেকগুলি দুর্দান্ত পার্ক এবং সবুজ স্থান রয়েছে যা আমাদের সকল বাসিন্দার জন্য অসামাজিক আচরণের সাক্ষী না হয়ে উপভোগ করতে সক্ষম হওয়া উচিত। যারা আমাদের পার্কগুলোর পরিবেশ নষ্ট করে তাদেরকে কঠোরভাবে দমন করার জন্য আমাদের থিও এবং পুলিশকে এই অতিরিক্ত ক্ষমতা দেওয়ায় আমি খুবই সন্তুষ্ট।
মেয়র লুৎফুর রহমান ও কাউন্সিলার আবুতালহা চৌধুরী সমাজ বিরোধী কার্যক্রম নির্মূল ও অপরাধ দমনের বিরুদ্ধে জনসাধারনকে সোচ্চার হওয়ার আহ্বান জানান । তারা তাদের আলোচনায় এন্টি সোশিয়েল বিহেভিয়ারের রিপোর্টের গুরুত্ব এবং পুলিশ ও কাউন্সিলের কিভাবে অভিযোগ দায়ের করতে হয় তা তুলে ধরেন ।