| |

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নতুন ক্যাবিনট গঠন।


মোঃ রেজাউল করিম মৃধা।

গত ৫ মে ২০২২ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সকল কাউন্সিলার দের উপস্থিতিতে এবং সরাসরি ভোটের মাধ্যমে সংখ্যা গরিস্ঠ রায়ের মাধ্যমে নতুন ক্যাবিনট ২০২২-২০২৩ গঠন করা হয়।

অনুষ্ঠিত নির্বাচনে বিশাল বিজয়ের পর তৃতীয় বারের মতো নির্বাচিত নিবার্হী মেয়র লুৎফুর রহমান তার কেবনেট গঠন করেছেন।

২৫ মে বুধবার কাউন্সিলের নির্ধারিত মিটিং এ আনুষ্ঠানিক ভাবে স্পীকার আহবাব হোসেনের পরিচালনায় বেশীর ভাগ কাউন্সিল রায়ে নতুন স্পীকার নির্বাচত হন হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলার শাফি আহমদ।শফি আহমেদ স্পীকারের দায়িত্ব গ্রহনে উপস্থিত সকলে করতালির মাধ্যমে গ্রহন করেন এর পর তিনি মিটিং পরিচালনা করেন এবং নতুন কেবিনটের সদস্যদের নাম ঘোষনা করেন।


লুতফুর রহমানের কেবিনেটে এবার নতুন পুরাতন মিলে ক্যাবিনেট ঘোষনা করা হয়েছে।

যেমনঃ-

১/ কাউন্সিলার মায়ুম মিয়া তালুকদারকে এ বার ডেপুটি মেয়র হিসেবে মনোনীত করা হয়েছে।

২/ সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ পেয়েছেন সেইফার কমিউনিটি বিভাগের মতো গুতুত্বপূর্ণ দায়িত্ব ।

৩/ কাউন্সিলার কবির আহমদ পেয়েছেন রিজেনারেশন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজ বিল্ডিং এর দায়িত্ব ।

৪/ কাউন্সিলার আবু তালহা চৌধুরী পেয়েছেন জব স্কীল এন্ড গ্রোথ বিভাগ।

৫/ সাইদ আহমদ রিসোর্স এন্ড কস্ট এন্ড লিভিং ।

৬/ ইকবাল হোসন কালচার এন্ড রিক্রিয়েশন।

৭/ কবির হোসেন এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট এনার্জি।

৮/ কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী হেলথ অয়েলবিং এন্ড সোসাল কেয়ার।

৯/ সুলুক আহমদ ইকুয়েলিটিজ এন্ড সোসাল ইনক্লুশন ।


নিরিবাচনে মেয়র লুৎফুর রহমানের এসপায়ার পার্টি ২৪ জন কাউন্সিলার নিয়ে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের পার্টি থেকে হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের

১০/কাউন্সিলার শাফি আহমদকে স্পীকার ও

১১/ শ্যাডওয়েল ওয়ার্ডের কাউন্সিলার কাউন্সিলার হারুন মিয়াকে ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত করেছেন কাউন্সিলরা।

কাউন্সিল মিটিং এ কাউন্সিলগন, মেয়র, কাউন্সিলের উর্ধতন কর্মকর্তা , কর্মকর্তা ছাড়া ও সাংবাদিক সহ নির্ধারিত আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।


Similar Posts