| | |

টাওয়ার হামলেটস কেয়ারার এসোসিয়েশনের ফান্ডরাইজিং দিনার অনুস্ঠিত।


মঙ্গলবার ২৮ অক্টোবর পূর্ব লন্ডনের এক অভিজাত হলরুমে আলোচনা সভা শেষে ডিনারের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্টানে টাওয়ার হ্যামলেট কেয়ারারস এসোসিয়েশনের সভাপতি জাহেদ মিয়ার সভাপতিত্বে ও ফারহান মাসুদ ও সাধারণ সম্পাদক লিটন আহমদ এর যৌথ পরিচালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন,টাওয়ার হ্যামলেট কেয়ারারস এসোসিয়েশন’র উপদেষ্টা শাহান চৌধুরী ও উপদেষ্টা জগলুল খান।

অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন, স্যার স্টিভ্যান থিমস (এমপি) ডিপার্টম্যান্ট ফর ওয়ার্ক এন্ড প্যানশন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদ, নিউহামের মেয়র রোকসানা ফায়েজ, জিএমবি ইউনিয়নের সভাপতি পেনি রবিনসন,
সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র মতিন-উজ-জামান, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার জাহেদ চৌধুরী, সাবেক কাউন্সিল নেতা হেলাল উদ্দিন আব্বাস।

এতে আরো বক্তব্য রাখেন, সিএলপি চেয়ার ক্রিস ওরোল, নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, সিবিক মেয়র বার্কিং ডেগেনহ্যাম কাউন্সিলর মঈন কাদেরী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার, কাউন্সিলর লিলু মিয়া তালুকদার, কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী, কাউন্সিলর ওহিদ আহমদ,কাউন্সিলর কবীর হোসেন, ব্যারিষ্টার আতাউর রহমান, মাহমুদ হাসান এমবিই, কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী, সাবেক সিবিক মেয়র বার্কিং ফারুক চৌধুরী, ব্যারিষ্টার লুতফুর রহমান।

এছাড়া আরো বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশন’র উপদেষ্টা নুরুল আলম, সহ সভাপতি সফর উদ্দিন, রেদওয়ান হোসেন, জাকির হোসেন, ইউনুস আলী, আশরাফুল হক সিদ্দিকী, শোয়েব তনু।

এসময় নেতৃবৃন্দরা আগামীদিনে কেয়ারারদের জীবনমান উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা কেয়ারারদের পেশাগত ও সামাজিক সফলতার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
বক্তারা কেয়াররদের বিভিন্ন দাবি দেওয়ার প্রতি সমর্থন এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মাননীয় মন্ত্রী স্যার স্টিভ্যান থিমস কেয়ারারদের জিরো আওয়ার কন্ট্রাকের ব্যাপারে আগামীদের সংসদে উপস্থাপন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


Similar Posts