| | |

জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকে ও ইউরোপের আলোচনা সভা অনুস্ঠিত।


সোমবার জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউ,কে ও ইউরোপের কার্যকরী কমিটির এক সভা ও ঈদ পুনর্মিলনী লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অবায়দুর রহমান জুহেদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জাবেদুর রহমান জানু।
প্রবাসীদের ভোটের অধিকার আদায়,বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী বন্দ,ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তর,প্রবাসীদের বাসা-বাড়ী রক্ষা ও নিরাপত্তাসহ প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রবাসীদের সাহায্য- সহযোগিতা প্রদানে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন: সাবেক এম,পি মকসুদ ইবনে আজিজ লামা,সাবেক মেয়র ফারুক চৌধুরী,আবদুর রউফ চৌধুরী ইমানী,সোহেল আহমদ,কাওছার আহমদ বাবলু,মিজানুর রহমান সেবুল,মুকিত খান,জাবেদুর রহমান জানু,কবির আহমদ আমিন,মস্তফা উদ্দিন,এনাম আলী,ইকবাল আহমদ সৈয়দ জুলফিকার সিফন,জুবেদুর রহমান॥


Similar Posts