কপ-২৬ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সপ্তাহের সফর ঘিরে যুক্তরাজ্যে আওয়ামীলীগ এবং বিএনপি মুখামুখি।

মো: রেজাউল করিম মৃধা।
যেখানেই শেখ হাসিনা সেখানেই প্রতিরোধ। এই শ্লোগান নিয়ে যুক্তরাজ্য সহ সমগ্র ইউরোপের বিএনপি সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা যেমন প্রস্তুতি গ্রহন করেছেন।
ঠিক তেমনি বিএনপি এর কার্যক্রমকে বাঁধা দিতে যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ ইউরোপের আওয়ামীলীগ ও অংগ সংগঠন ও প্রস্তুতি গ্রহন করেছে।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন-কপ-২৬ অংশগ্রহন করতে দুই সপ্তাহের বিদেশ সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে আজ যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে রওয়ানা হয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৭ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটির স্থানীয় সময় বেলা পৌনে ৩টায় গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে বন্যা,খরা এবং দাবানলের মতো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতির জন্য উন্নয়নশীল দেশগুলি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
গ্লাসগোতে কপ২৬ জলবায়ু আলোচনার জন্য কম ধনী এবং ছোট দেশগুলির চাহিদার সমাধান করা অত্যাবশ্যক, যেখানে নেতাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন প্রতিশ্রুতিতে একমত হয়ে সকল দেশ কাজ করবে এমনটাই প্রত্যাশা।
তবে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রায় একমাস নানা সভা সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। সেসব সভার প্রস্ততি মোতাবেক প্রায় তিন থেকে চারশত নেতাকর্মী যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গিয়ে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ভীড় জমিয়েছেন, হোটেলগুলোতে জায়গা না পেয়ে বিভিন্ন কটেজ ভাড়া নিয়ে সেখানে অবস্থান নেয়ার ব্যবস্থা করেছেন তারা। অনেকে আজ লন্ডন থেকে ফ্লাইটে করে গ্লাসগো যাচ্ছেন। শেখ হাসিনার পুরো সফর জুড়েই তারা তাদের প্রতিবাদ চালু রাখবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ তার সকল সংগঠনের করমীদের নিয়ে সভা করেছে গত ২৭শে অক্টোবর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আআনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ অংগ সংগঠনের সকল নেতাকর্মীরা ঐক্যবন্ধ ভাবেই বিএনপির কার্যক্রমকে প্রতিহতকরার প্রতিশ্রুতি নিয়েই পাল্টাপাল্টি অবস্থানে আছে যুক্তরাজ্য আওয়ামীলীগ এবং বিএনপি।