এম এ জি উসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক করে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্তি করার আহ্বান।ব্রিটেনের মুক্তিযাদ্ধাদের।
মো: রেজাউল করিম মৃধা।
৫ই ডিসেম্বর ২০২০ , শনিবার বিকাল ৫.০০টায় লন্ডনের এমএএইচ লন্ডন অন লাইন টিভির নিয়মিত টক শো “মৃধা শো” তে স্বাধীনতা দিবসে মুক্তিযাদ্ধের স্মৃতিচারন করতে যেয়ে বীর মুক্তিযাদ্ধা এবং বংগবীর উসমানী ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আবু কাশেম খান বলেন, এম এ জি উসমানীকে অনেক সময়ই ছোট করে দেখা হয়। বেশীর ভাগ অনুস্ঠানেই তাকে সেনাপতি বলা হয়। তিনি শুধু সেনাবাহিনীর প্রধান ছিলেন না তিনি ছিলেন তিন বাহিনীর প্রধান। এবং তিনি ছিলেন মুক্তিবাহিনীর সর্বাধীনায়ক।
বাংলাদেশের পাঠ্য পুস্তুকে এম এ জি উসমানীকে মুক্তিবাহিনীর সর্বধিনায়ক হিসেব তার জীবনি লেখার আহ্বান জানান।
সেই সাথে তিনি বলেন জাতির পিতা বংগবন্ধু শেখ মজিবুর রহমানের পরই তার নাম অন্তর্ভুক্তি করা হোক।মুক্তিযাদ্ধা এম এ জি উসমানীর অবদান অনস্বীকার্য। কিন্তু তাকে সেই ভাবে মূল্যায়ন করা হয় না। তাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে।এম এ জি উসমানী মূল্যায়ন না করলে মুক্তিযাদ্ধের ইতিহাস অপূর্ন থেকে যাবে।
তিনি আরো বলেন,” আমরা মুক্তিযাদ্ধ করেছি ভাতা পাওয়ার জন্য নয়। আমরা আমাদের সঠিক মূল্যায়ন ও সম্মান টুকু চাই”।
তিনি বলেন,” অনেক স্থানেই এম এ জি উসমানীর নাম পরিবর্তন করা হচ্ছে। এই সব নাম পরিবর্তনের প্রতি তিনি তীব্র প্রতিবাদ জানান”।
“মৃধা শো” এ পর্বে অতিথি ছিলেন মুক্তিযাদ্ধা আবুল কাশেম খান এবং আবৃত্তি শিল্পী, সংবাদ পাঠক ও সংগঠক
মুনিরা পারভীন।
উপস্থাপনায় – মো: রেজাউল করিম মৃধা।
সহযোগিতায় ছিলেন, এমএএইচ লন্ডন টিভির সিইও
এ্যাডভোকেট আব্দুল হামিদ টিপু ।