| |

উবার ড্রাইভারদের পেনশন স্কীমের আনা হচ্ছে।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনের উবার ড্রাইভারদের পেনশনের স্কীমের আনা হচ্ছে। যাতে উবার ড্রাইভাররা বৃদ্ধ বয়সে জীবনের নিশ্চয়তা পাবে।

গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট উবার ড্রাইভারদের মিনিমাম ওয়েজেজ দেওয়া হলি ডে পে এবং কাজের স্বীকৃতি দিতে হবে।সেই সাথে পেনশন পাবে। এমন যুগান্তরারি রায়ের ফলে হাজার হাজার উবার ড্রাইভার তাদের ন্যায্য অধিকার পাবে এবং বৃদ্ধ বয়সে স্বাবলম্বী ভাবে জীবন পরিচালিত করতে পারবেন।

ইউকে তে প্রায় ৭০ হাজার উবার ড্রাইভার আছেন।এই ড্রাইভারদের সাথে পেনশন স্কীম পাচ্ছেন বোল্ড, এ্যাডমিশন লি,ওলা সহ ক্রস ইন্ডাস্ট্রিতে কর্মরত সকল ড্রাইভাররা পেনশন স্কীমের আওতায় পরবেন।

জিএমবি র ন্যাশনাল অফিসার মিক রিক্স বলেন,” উবার ড্রাইভারদের পেনশন স্কীম রাইট একটি যুগান্তরকারী রায়। যার ফলে হাজার হাজার ড্রাইভার তাদের রাইট পাবে। বৃদ্ধ বয়সে পেনশনের অর্থ দিয়ে সুন্দর ও স্বাবলম্বী ভাবে জীবন পরিচালিত করতে পারবেন,”।

এডিসিইউ এর জেনারেল সেক্রেটারি বলেন,” শতকরা ৩% কন্ট্রিবিউট করা গরীব ড্রাইভার দের জন্য কস্টকর। সেই সাথে ইউকে জুডে বড় ৮টি শহর ছাড়াও অন্যান্য শহরে উবার ড্রাইভার আছেন কিন্তু তাদের সবার ইনকাম বা আয় সমান নয়। সেক্ষেত্রে শতকরা ৩% কন্ট্রিবিউট করা অনেক ড্রাইভারের পক্ষে কস্ট দায়ক,”।

GMB এর উচ্চ পদস্থ কর্মকর্তা জ্যামি হেইউড দি গার্ডিয়ান এর সাথে গত শক্রবার এক স্বাক্ষাতকরে বলেন,” ২০১৭ সালের ১লা মে থেকে যে সব উবার ড্রাইভার উবারে সাথে কাজ করছেন তারা প্রত্যেকেই পেনশন স্কীমের আওতায় পরবেন। তাদের সর্বনিম্ন বেতন, ছুটির পয়সা এবং পেনশন পাবেন,”।


Similar Posts