আমেরিকায় বেশী ইনকাম কম ট্যাক্স। দক্ষ লোকের কাজের সুযোগ।

আমেরিকার অন্যতম বৃহৎ ইমিগ্রেশন ল’ফার্ম রাজু’ল এর প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মহাজন ৩ দিনের সংক্ষিপ্ত সফরে লন্ডন এসেছেন । তিনদিনের এই সফরে তিনি আমেরিকায় বৈধ মাইগ্রেশন বিষয়ক কয়েকটি সেশনে অংশ নেবেন। বর্তমান সময়ে শিক্ষার্থী, শিল্পী, দক্ষ অদক্ষ কর্মী, ব্যাবসায়ী ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার বড় একটি অংশ গ্রীণ কার্ডসহ কিভাবে আমেরিকার অভিবাসন সুযোগ গ্রহণ করতে পারে তা জানাতেই মুলত এই আয়োজন। অ্যাটর্নি রাজু মহাজন লন্ডনে তাঁর ১ম সফরের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা বিশেষভাবে তুলে ধরতে লন্ডনের সনামধন্য সাংবাদিকদের সঙ্গে বুধবার ২২ মে দুপুরে লন্ডন বাংলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় মিলিত হন। রাজু মহাজনের সূচনা বক্তব্যের পর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় রাজু’ল এর প্রিন্সিপাল অ্যাটর্নি বলেন, আমেরিকায় ইমিগ্রেশন আইনগতভাবেই বৈধ। তাই যে কেউ চাইলে সহজে বৈধভাবেই এখানে কাজের অনুমতি যেমন পেতে পারেন তেমনি গ্রীন কার্ডসহ নাগরিকত্বও পেতে পারেন। তিনি জানান এভাবেই লাখো মানুষ আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। তাই প্রয়োজন সঠিক ও নির্ভুল আবেদন। এ সময় লন্ডন বাংলা মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।