আজ ৯ই আগস্ট থেকে ওমরাহ শুরু হচ্ছে।
ভ্যাকসিনের উভয় ডোজ বাধ্যতামূলেক।

মো: রেজাউল করিম মৃধা।
করোনাভাইরাস মহামারির কিছুটা নিয়ন্ত্রনে আসায় আজ ৯ই আগস্ট ২০২১ থেকে সীমিত আকারে উমরাহ করার অনুমতি দিয়েছে সৌদি সরকারের হজ্জ্ব এবং উমরাহ মন্ত্রনালয়।
হজ্জ্ব এবং ওমরাহ পালন করার ইচ্ছা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানদের । সবাই চায় কমপক্ষে একবার এই মহাপবিত্র মক্কা শরীফ তোয়াফ করা । পবিত্র হজ্জ্ব পালন করা। অনেকের ইচ্ছা থাকা যেতে পারেন না। হয়তো অর্থনৈতিক সমস্যা, কিম্বা শারীরিক সমস্যা। আবার অনেকের সব কিছু থাকার পরও এখন করোনাভাইরাস মহামারির কারনে আইনি বাধ্য বাধ্যবাধকতার জন্য যেতে পারেননি কিন্তু আবার নতুন করে উমরাহ করার অনুমতি দিচ্ছে সরকার।
সারা বিশ্বেই চলছে করোনাভাইরাস মহামারি আতঙ্ক। এ দিকে হজ্জ এবং ওমরাহ নিয়ে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব লোক করোনাভাইরাসের দুই ডোজ টিকা বা ভ্যাকসিন গ্রহণ করেছেন, কেবল তাদেরই জন্যই ওমরাহ করার অনুমতি দেয়া হচ্ছে।তবে বহু লোককে একসাথে গেদারিং করা যাবেনা তাই সীমিত আঁকারে উমরাহ করার অনুমতি দেওয়া হচ্ছে। কেননা কভিড-১৯ এখনো পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি।
সৌদি হজ্জ্ব ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমরাহ করা ও মক্কার পবিত্রতম মসজিদে নামাজ পড়ার জন্য কোভিড-১৯-এর ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক।যে সব মানুষ ভ্যাকসিন গ্রহন করেন নাই তাদেরকে ওমরাহ পালনে পাবেন না। যারা দুই ডোজ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন, যারা ওমরাহ করার অন্তত ১৪ দিন আগে উভয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন বা যারা করোনা থেকে সেরে ওঠেছেন তারাই ওমরাহ করার অনুমতি পাবেন।
সৌদি আরবে এ পর্যন্ত ৫৩২ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ৮৩১১ জন।
আপনাকে কভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার কার্ড বা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে । সেই সাথে করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্যই সাথে থাকতে হবে।সেই সার্টিফিকেট সৌদি আরবের হজ্জ্ব ও উমরাহ মিনিস্টারের নির্ধারিত এজেন্সীর অধীনে হতে হবে।
হ্যান্ড সেনিটাইজার, মাক্স সহ করোনা প্রতিরোধক সব কিছুই সাথে থাকতে হবে।সেই সাথে উমরাহ পালনের শর্ত গুলি অবশ্যই পূর্ন করতে হবে।
যেমন:-
১/ বয়স সীমা ৬৫ বছর। এর উর্ধ বয়সের কেউ উমরাহ করতে পারবেন না।
২/ ১২ বছরের নিচের কেউ উমরাহ করতে পারবেন না।
৩/ গর্ভবতী কোন মহিলা উমরাহ যেতে পারবেন না।
৪/ হেল্থ কন্ডিশন যাদের খারাপ যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা উমরাহ যেতে পারবেন না।
৫/ মেডিক্যাল চেক আপ আপডেট থাকতে হবে।
৬/ এমএমআর সৌদি সরকার থেকে অনুমদিত এজেন্ট থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
করোনা উপসর্গ নিয়ে কেউ পবিত্র মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবেন না।
সৌদি সরকারের সকল নিয়ম মেনে পবিত্র উমরাহ পালন করুন । আল্লাহ আপনাদের উমরাহ করার তৌফিক দান করুন। আমিন।
বিস্তারিত জানাতে আপনার নিকটতম এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সৌদি আরবের হজ্জ্ব ও ওমরাহ ওয়েব সাইটে যেয়ে বিস্তারিত জানতে পারেন।
তথ্য:- দি ইসলামিক ইন্ফরমেশন.কম।